ব্যাটসম্যানদের দুষলেন জেসন মোহাম্মদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২১
ব্যাটসম্যানদের দুষলেন জেসন মোহাম্মদ

ব্যাটিং সহায়ক উইকেট হওয়ায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক জেসন মোহাম্মদ। তবে ভালো ব্যাট করতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ১৪৮ রানে সফরকারীরা অলআউট হয়েছে। প্রথম ম্যাচের চেয়ে ভালো পিচেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন জেসন মোহাম্মদ।

দ্রুত উইকেট হারানোয় প্রত্যাশিত স্কোর হয়নি উল্লেখ করে মোহাম্মেদ বলেন, ‘অবশ্যই, এটি আমাদের জন্য কিছুটা হতাশা ছিল। উইকেট ভালো ছিল, বোর্ডে আরও রানের দরকার ছিল। আমি মনে করি, স্পিনের বিপক্ষে খেলাটা সব সময় চ্যালেঞ্জিং। মাঝ পথে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় আমরা জুটি গড়তে পারিনি। এখানেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’

এ ম্যাচে অভিষেক হওয়া কিয়র্ন ওটেলি ভালো শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফিরেছেন আরেক ওপেনার সুনীল অ্যামব্রিস। বাংলাদেশের স্পিনারদের ভালোভাবে সামল দিয়ে ২৪ রান করা ওটেলি সামনে থেকেই ভালো ভিত্তি গড়েছিলেন। তবে ওটেলির আউটের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ফলে ৭১ রানেই সপ্তম উইকেটের পতন হলে এক সময় দলীয় একশ’র আগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়।

তবে দায়িত্ব নিয়ে খেলে দলের স্কোর ১শ অতিক্রম করান রোভম্যান পাওয়েল এবং দলকে একটি মানসম্মত সংগ্রহ এনে দেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২টি চার ও ১টি ছক্কায় ৬৬ বলে ৪১ রান করেন পাওয়েল। দলের হারে হতাশা থাকলেও ওটেলি ও পাওয়েলের ব্যাটিংকে ইতিবাচক দিক দেখছেন মোহাম্মদ।

তিনি বলেন, ‘কিছু ইতিবাচক দিকও আছে। অভিষেক ম্যাচেই ভালো খেলেছে ওটেলি। দলের একটি ভালো সংগ্রহ এনে দিতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আকিল এ ম্যাচেও ভালো বোলিং করেছেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

শেষ ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের

ক্যারিবীয়দের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশের

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের দাপুটে জয়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের দাপুটে জয়