সাকিব-হাসানের বলে ১২২ রানে অলআউট উইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ এএম, ২১ জানুয়ারি ২০২১
সাকিব-হাসানের বলে ১২২ রানে অলআউট উইন্ডিজ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসান ও অভিষেক হওয়া হাসান মাহদের বোলিং ঘূর্ণিতে ১২২ রানেই গুটিয়ে গেছে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ফলে তামিমের অধিনায়কত্বের যাত্রার শুরুর ম্যাচে জয় পেতে বাংলোদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১২৩ রান।

বল হাতে সাকিব ৪টি ও হাসান মাহমুদ ৩টি উইকেট শিকার করেন। বাকি ৩ উইকেটে মধ্যে মোস্তাফিজ ২টি এবং বাকিটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বুধবার (২০ জানুয়ারি) সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই উইন্ডিজ শিবিরে আঘাত হানেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দলীয় ৯ রানেই সুনিল আমব্রিসকে হারায় তারা।

দলীয় ষষ্ঠ ওভারে আবারও উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় শিকারে সাজঘরে ফেরান আরেক ওপেনার জসুয়া ডা সিলভাকে। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। প্রথম দিকেই ২ উইকেট শিকার করলেও আর কোন উইকেট পাননি তিনি।

দীর্ঘ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান তুলে নিয়েছেন চার উইকেট। ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন সাকিব। এর মাঝে দুটি মেডেন ওভার ছিল।

অভিষেকে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ। তিন ক্যারিবীয় ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। ৬ ওভার বল ২৮ রান দিয়েছেন তিনি। তারও একটি ওভার মেডেন ছিল।

অন্যদিকে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন কাইল মায়ারস। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে। ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের নতুন যাত্রায় সঙ্গী হাসান মাহমুদ

তামিমের নতুন যাত্রায় সঙ্গী হাসান মাহমুদ

ক্রিকেটে নিজস্ব ব্র্যান্ড দাঁড় করাতে চান তামিম

ক্রিকেটে নিজস্ব ব্র্যান্ড দাঁড় করাতে চান তামিম

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

উইন্ডিজ সিরিজ : কতটা প্রভাব পড়বে র‌্যাংকিংয়ে

সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম

সকল প্রকার ক্রিটিসাইজ হজমে প্রস্তুত তামিম