করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতি পর বাংলাদেশের মাটি গড়ালো আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডেজের বিপক্ষে এ সিরিজ দিয়ে অধিনায়কত্বের যাত্রা শুরু করলেন টাইগারদের ড্যাশিং ওপেনার। নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচের টস ভাগ্যে বিজয়ী হয়েছে তামিম ইকবাল।
বুধবার (২০ জানুয়ারি) টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।
সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজ দিয়ে ৩১৩ দিনের দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। যেখানে পাল্টে গেছে অনেক কিছু। মাশরাফির পর অধিনায়ক হিসেবে নতুন পথ চলা শুরু করলেন তামিম ইকবাল।
দেশসেরা এ ওপেনার ১০ মাস আগে ওয়ানডে দলের দায়িত্ব পেলেও করোনার কারণে মাঠে নামতে পারেননি। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল আমব্রিস (সহ-অধিনায়ক), জসুয়া ডা সিলভা, জন এনক্রুমাহ বোনার, রোভম্যান পাওয়েল, কাইল মায়ারস, আকিল হোসেন, রেমন রেফার, আন্দ্রে ম্যাকার্থি, আলজেরি জোসেফ ও চেমার হোল্ডার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]