প্রিয় দল ও তামিমের জন্য মাশরাফির শুভকামনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ২০ জানুয়ারি ২০২১
প্রিয় দল ও তামিমের জন্য মাশরাফির শুভকামনা

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশের ক্রিকেটের নেতৃত্ব ছেড়েছেন গত বছরের মার্চে। তবে এরপর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় সকল প্রকার ক্রীড়া ইভেন্ট।

করোনার পরবর্তী দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে নতুন অধিনায়ক তামিম ইকবালের যাত্রা শুরু হচ্ছে। মাশরাফির নেতৃত্ব ছাড়া পর তামিম ইকবালে কাধে দায়িত্ব দিয়েছে বিসিবি।

এদিকে মাশরাফি অধিনায়কত্ব ছাড়লেও খেলা ছাড়েননি। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার মাঠে নামা হচ্ছে না। কারণ, ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় না থাকায় জায়গা হয়নি স্কোয়াডে। তাতে কী? মাঠে না থাকলেও প্রিয় দলের খেলার বাইরে কি থাকা যায়? যায় না, তাই তো জানিয়ে দিলেন শুভকামনা।
sportsmail24
শুধু প্রিয় দল নয়, অধিনায়কত্বের যাত্রায় তামিম ইকবালের জন্য স্পেশাল ভালোবাসা এবং দোয়া রেখেছেন মাশরাফি। সিলেটের মাঠে অধিনায়কত্বের শেষ ম্যাচে জয়ের উল্লাসের পাশাপাশি মাশরাফিকে কাধে তুলে বিদায় জানিয়েছিলেন তামিম। সেই ছোট ভাই ও দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের কাছেই এবার মাশরাফির রেখে যাওয়া দায়িত্ব।

উইন্ডিজ সিরিজের আগে মঙ্গলবার (১৯ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে মাশরাফি লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইলো শুভকামনা।’

নিজের রেখে যাওয়া দায়িত্ব পালন করতে যাওয়া তামিমকে নিয়ে মাশরাফি লিখেন, ‌‘তামিম ইকবাল খান-এর জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -(বাংলাদেশ)।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজের খেলা চালিয়ে যাবেন মাশরাফি

নিজের খেলা চালিয়ে যাবেন মাশরাফি

যে কারণে স্কোয়াডে নেই মাশরাফি

যে কারণে স্কোয়াডে নেই মাশরাফি

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

ধর্ষক চেহারায় নয়, মানসিকতায় কুৎসিত : মাশরাফি

মানসিক অবসাদকে বাংলাদেশে অযুহাত ভাবা হয় : মাশরাফি

মানসিক অবসাদকে বাংলাদেশে অযুহাত ভাবা হয় : মাশরাফি