ভিডিও দেখে ডোমিঙ্গোর ধারণা পাল্টে গেছে, করলেন সতর্ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৯ জানুয়ারি ২০২১
ভিডিও দেখে ডোমিঙ্গোর ধারণা পাল্টে গেছে, করলেন সতর্ক

হোম সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের জন্য একটি অস্বস্তির বিষয়ও রয়েছে। কারণ, সফরে আসা ক্যারিবীয় খেলোয়াড়দের সম্পর্কে টাইগার ক্রিকেটারদের কোন ধারণা নেই। দলের নতুন ক্রিকেটারদের সামর্থ্য বা দুর্বল দিক সম্পর্কেও জানেন না সাকিব-মোস্তাফিজরা।

আধুনিক ক্রিকেটে প্রতিপক্ষের খেলোয়াড়দের সম্পর্কে জানা না থাকলে তাদের মোকাবেলা করাটা মূলত কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এ সিরিজে বাংলাদেশ দলের জন্য সমস্যায় পড়ার বিষয় এই একটিই।

ওয়ানডে ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে টানা ৫ ম্যাচে জয়ের ধারায় রয়েছে টাইগাররা। ২০১৮ সালে নিজ মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ওই সফরে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল টাইগাররা।

ওই সফরে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে এসেছিল ক্যারিবীয়রা। টাইগারদেরও সফরকারী ক্রিকেটারদের সম্পর্কে পূর্ণ ধারণা ছিল। এবার টাইগাররা সেই সুযোগ পাচ্ছেন না। তবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর জানিয়েছেন, এটি কোন সমস্যা হবে না।

দলের পারফর্মেন্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন ইতিমধ্যে ক্যারিবীয়দের অচেনা খেলোয়াড়দের নিয়ে দলের সাথে কাজ শুরু করেছেন। তাদের খেলার সংগ্রহীত ভিডিও ফুটেজ দেখে কোচ রাসেল ডোমিঙ্গোরও আগে যে ধারণা ছিল তা পাল্টে গেছে।

ডোমিঙ্গো বলেন, ‘শ্রীনিবাস ইতিমধ্যে আমাদের জন্য বেশ কিছু ভালো কাজ করেছেন। অধিকাংশ সফরকারী খেলোয়াড়ের ভিডিও ফুটেজ তিনি সিপিএল ও ক্যারিবিয়দের ঘরোয়া টুর্নামেন্ট থেকে সংগ্রহ করেছেন।’
sportsmail24
ফুটেজ দেখার পর ডোমিঙ্গো নিশ্চিত হয়েছেন ক্যারিবীয়দের হালকাভাবে নিলে ভুল করত বাংলাদেশ। বলেন, ‘ওই খেলোয়াড়দের দেখলে আন্তর্জাতিক খেলায় অনভিজ্ঞ মনে হলেও তাদের বেশির ভাগ খেলোয়াড়ের সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাদের রেকর্ডও বেশ ভালো। আমরা তাদের হালকাভাবে নিতে পারি না।’

বাংলাদেশি খেলোয়াড়দের আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘সেখানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গর্বিত ক্রিকেট জাতি। এ তরুণ খেলোয়াড়দেরও নিজেদের প্রমাণের প্রয়োজন রয়েছে। কারণ, তারা জাতীয় দলে স্থায়ী আসন গাড়তে চায়। এ জন্য তারা বেশ অনুপ্রানীত।’

তিনি আরও বলেন, ‘প্রথম বল থেকেই আমাদেরকে নিজেদের খেলায় নেমে যেতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজের উপর ভরসা রাখতে পারি না। এটি একটি খুব কঠিন সিরিজে পরিণত হতে যাচ্ছে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা ঘরোয়া ক্রিকেটের মধ্যে ছিল। খেলার জন্য মুখিয়ে আছে। এ সিরিজটি নিয়ে আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারি না।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব

‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

‘স্পটলাইটে’ থাকা তামিমের প্রশংসায় ডোমিঙ্গো

বাংলাদেশকে হারিয়ে বাছাইপর্ব এড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশকে হারিয়ে বাছাইপর্ব এড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ

নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম

নেতৃত্বের যাত্রায় সহকারী পাচ্ছেন না তামিম