সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ওয়ান ডাউনে খেলে বাজিমাত করেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে দেখিয়েছেন ক্যারিয়ারের সেরা ব্যাটিং কারিশমা। তবে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে মাঠে ফেরার ম্যাচে তিন নম্বরের পজিশন হারাচ্ছেন ওয়ানডে ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের পরিবর্তে ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্তকে খেলানোর কথা ভাবছেন কোচ রাসেল ডোমিঙ্গো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার পর সোমবার (১৮ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকের সাথে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে তিন নম্বর পজিশনে না খেলানোর বিষয়ে ডোমিঙ্গো বলেন, ‘সাকিব বেশ কিছুদিন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি (নিষেধাজ্ঞার কারণে)। চার নম্বরে খেললে সে কামব্যাক করার ভালো সুযোগ পাবে। ভালোভাবে ফিরে আসতে পারবে। তবে আমরা জানি সে বিশ্বমানের খেলোয়াড়।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের তিন নম্বর জায়গা পেতে যাচ্ছেন আরেক বা-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসনে শান্ত। তিন নম্বর জায়গা নিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি অনুভব করেছি যে, শান্ত একজন ভালো তরুণ খেলোয়াড় এবং বর্তমান সময়ে ভালো ফর্মে রয়েছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানদের সুযোগ দিতে হবে। এই উপমহাদেশে শীর্ষ তিনে তরুণ ব্যাটসম্যানদের বিকাশের সেরা জায়গা।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শান্ত এবং চার নম্বরে সাকিব খেললেও এটা লম্বা সময়ের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত যে নয়, সেটাও মনে করে দিয়েছেন টাইগারদের প্রধান কোচ। বলেন, ‘এই ব্যাটিং লাইন-আপ লম্বা সময়ের জন্য সেট করা হচ্ছে তা নয়। বিশ্বকাপের জন্য এখনো দীর্ঘ পথ পারি দিতে হবে। ব্যাটিং লাইন-আপ স্থির করার করার আগে আরও বিভিন্ন বিকল্প দিকেও নজর দিতে হবে।’
উইন্ডিজদের বিপক্ষে একাদশ নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন রাসেল ডোমিঙ্গো। বলেন, ‘আমি ইতোমধ্যে প্লেয়ারদের সাথে আলোচনা করেছি। খেলায় তাদের ভূমিকা কী তা তারা জানে। তবে আমরা খেলোয়াড়দের কাছে চূড়ান্ত একাদশ ঘোষণা করিনি।’
বিশ্বকাপের আট ম্যাচের ৮ ইনিংসের মধ্যে সাতটিতেই পঞ্চাশ পেরোনো স্কোর করেছিলেন সাকিব আল হাসান। দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে মোট রান ৬০৬ করেছিলেন তিনি। গড় ৮৬.৫৭; স্ট্রাইকরেট ৯৩.০৩৷
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রানে টুর্নামেন্ট শুরুর পর নিউজিল্যান্ড (৬৪), ইংল্যান্ড (১২১), ওয়েস্ট ইন্ডিজ (১২৪*), অস্ট্রেলিয়া (৪১), আফগানিস্তান (৫১), ভারত (৬৬), পাকিস্তান (৬৪)- প্রত্যেক দলের বিপক্ষে বিস্ময়কর ধারাবাহিকতায় হেসেছে সাকিবের ব্যাট৷ এরপরও এবার তিনি হারাতে যাচ্ছেন তার সেই জায়গা।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন টাইগারদের ড্যাশিংয় ওপেনার তামিম ইকবাল। নেতৃত্ব থেকে মাশরাফির সরে যাওয়ার পর প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]