দীর্ঘ দিন পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না দর্শকরা। তবে এবার একটি নয়, দেশের দুটি টিভি চ্যালেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবগুলো খেলা দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্থানীয় এ চ্যানেল দুটি যৌথভাবে সরাসরি খেলা দেখাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এবার উন্মুক্ত বিডিংয়ে সম্প্রচার স্বত্ব পেয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বেনটেক। তাদের কাছ থেকে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে টিভি চ্যানেল দু’টি সম্প্রচারের দায়িত্ব নিয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাধারণত বিসিবি দীর্ঘ মেয়াদে সম্প্রচার স্বত্ব বিক্রি করলেও করোনাভাইরাসের কারণে এবার শুধুমাত্র সিরিজ বাই সিরিজ টিভি স্বত্ব বিক্রি করেছে।
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু, টি-স্পোর্টসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক উপস্থিত ছিলেন।
বুধবার (২০ জানুয়ারি) থেকে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজে প্রথম দুই ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার পর শেষ ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এছাড়া চট্টগ্রামে ৩-৭ ফেব্রুয়ারি প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের দ্বিতীয় টেস্ট ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুরে অনুষ্ঠিত হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]