ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। আসন্ন ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলে আহত বাঁ-হাতি স্পিনারের হিসেবে তামিল এই অফ-স্পিনারকে দলে নিলেন নির্বাচকরা৷
পিঠের ব্যথার জন্য রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রের হয়ে নামতে পারেননি। এবার ইরানি কাপে মাঠে নামতে পারছেন না টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনার জাদেজা। শনিবার এক বিবৃতিতে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, ‘সিনিয়র জাতীয় নির্বাচক কমিটি রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে অবশিষ্ট ভারতীয় দলে অশ্বিনকে বেছে নেয়। পিঠের ব্যথার জন্য জাদেজাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচকরা।’
অশ্বিনও সদ্য চোট সারিয়ে উঠেছেন। প্রথমে তারই ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। বিশ্রামে থাকায় সম্প্রতি দেওধর ট্রফিতেও খেলেননি এই তামিল অফ-স্পিনার। কিন্তু জাদেজার পরিবর্তে শেষ পর্যন্ত অবশিষ্ট ভারতীয় দলে ফিরলেন অশ্বিন। তবে নেতৃত্বের ভার থাকছে করুন নায়ারের হাতে।