বাংলাদেশ ক্রিকেট দলের নিজেদের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের উপরের পাঁচ ব্যাটসম্যানও রান পেয়েছেন। তাদের মাঝে ওপেনার নাঈম শেখ এবং সাকিব আল হাসান করেছেন অর্ধশত রান।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেএসপিতে প্রথম ব্যাট করে মাহমুদউল্লাহ একাদশ। কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য ৪৫ ওভার নির্ধারণ করা হয়। ৪৫ ওভারে ৭ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে মাহমুদউল্লাহ একাদশ।
ব্যাট করতে নেমে ওপেনার নাঈম শেখ ৬৪ বলে ৫০ রান করে আউট হন। এছাড়া ওয়ানডাউনে ব্যাট করতে নামা সাকিব করে ৮২ বলে ৫২ রান। নাঈমের ইনিংসে চারটি চার ও ২টি ছক্কার মার ছিল।
তবে সাকিবের হাফ-সেঞ্চুরির ইনিংসে একটি বাউন্ডারি ও একটি ছক্কা ছিল। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসার পর যেকোন ধরনের ক্রিকেটে সাকিবের এটি প্রথম অর্ধশত রান।
দলের আরেক ওপেনার ইয়াসির আলী করেছেন ৩৬ বলে ২৪ রান। এছাড়া মিডলঅর্ডারে মুশফিক রহিম ২৭ বলে ২৫ রান এবং মোসাদ্দেক হোসেন সৈকত ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৭ বলে ৩১ রান করেন।
অন্যদিকে তামিম ইকবাল একাদশের বোলারদের মধ্যে সাইফ উদ্দিন ও মাহাদি হাসান দু’টি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
মাহমুদউল্লাহ একাদশ : ২২৩/৭; ৪৫ ওভার (নাঈম শেখ ৫০, ইয়াসির আলী ২৪, সাকিব ৫২, মুশফিক ২৫, মোসাদ্দেক ৩১, সাইফ উদ্দিন ২/৬২, মাহাদি ২/৩১)।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]