নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ এএম, ১৬ জানুয়ারি ২০২১
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ নিয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অনুশীলন ম্যাচটি নিজেদের জন্য খুবই ভালো হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছে বলেও মনে করছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের দুই ভাগে বিভক্ত করে আয়োজন করা হয়েছে অনুশীলন ম্যাচ। এক দলের নেতৃত্বে ছিলেন মাহমুদউল্লাহ এবং অপরটির নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। অনুশীলন ম্যাচে মাহমুদউল্লাহ’র দল ৫ উইকেটে তামিমের দলকে পরাজিত করেছে।

অপরাজিত ৫১ রান করে মাহমুদউল্লাহ নিজেই দলের জয়ে নেতৃত্ব দিয়েছেন। তার দলের পক্ষে বল হাতে দারুণ নৈপূন্য দেখিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। ২১ রান দিয়ে তামিম একাদশের চারটি উইকেট শিকারের মাধ্যমে সবার নজর কাড়েন এ তরুন পেসার।

ম্যাচ শেষে বিসিবির দেওয়া ভিডিওতে মাহমুদউল্লাহ বলেন, ‘বোলারদের সার্বিক পারফর্মেন্স ভালো ছিল। শুরুতে বোলাররা সুইং পেয়েছিল। বলতে গেলে এটি ছিল বোলারদের গেম। বোলাররা প্রাপ্ত সুযোগকে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে। দুই দলের বোলাররাই ভালো করেছে। আমি আগেও বলেছি পিচে কিছু মুভমেন্ট ছিল। শুরুতে সুইংও কাজ করেছে। যা বোলাররা কাজে লাগিয়েছে।’

নিজের পারফর্মেন্সেও স্বস্তি প্রকাশ করে ধারাবাহিকতা ধরে রাখার ইচ্ছা প্রকাশ করে মাহমুদউল্লাহ। বলেন, ‘ম্যাচের প্রথমার্ধে উইকেট খুব একটা সহজ ছিল না। যে কারণে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে আসা ব্যাটসম্যানদের লড়াই করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে সেটি সহজ হয়ে আসে। তখনো বোলাররা ভালো বল করেছে। আমিও ভালো ইনিংস খেলেছি, এটিকে ধরে রাখতে চাই।’

ম্যাচে আবারও হতাশ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসি’র নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেও নিজের হারানো ফর্ম এখনো ফিরে পাননি সাকিব। তবে মাহমুদউল্লাহর মতে প্রস্তুতি ম্যাচের সাবিকের আউটটি ছিল দুর্ভাগ্য।

মাহমুদউল্লাহ বলেন, ‘তার (সাকিব) ভাগ্য খারাপ ছিল। একজন খেলোয়াড়ের গায়ে লেগে বলটি স্টাম্পে আঘাত করেছে। আশা করছি তিনি ফর্মে ফিরে আসবেন।’

সফরকারী ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের আশাও করছেন মাহমুদউল্লাহ। ২০ জানুয়ারি শুরু হবে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আশা করছি, সিরিজে আমরা ভালো করবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমদের হারিয়ে দিল মাহমুদউল্লাহরা

তামিমদের হারিয়ে দিল মাহমুদউল্লাহরা

সাকিব-মিরাজদের সামলানোর শিক্ষা নিয়েছে ক্যারিবীয়রা

সাকিব-মিরাজদের সামলানোর শিক্ষা নিয়েছে ক্যারিবীয়রা

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

বাংলাদেশে সফরে থাকা হেডেন ওয়ালশের শরীরে করোনা শনাক্ত

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ

উইন্ডিজকে পেয়ে কামব্যাকের সুযোগ দেখছেন মিরাজ