করোনাভাইরাস পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজে ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দলে আছেন তাসকিন আহমেদ। তবে অনুশীলনে আঙুলে ব্যাথা পেয়ে শঙ্কা বাড়িয়ে দিলেন এ টাইগার পেসার।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে শের-ই-বাংলার ইনডোরে অনুশীলনের সময়ে বলের আঘাতে বাঁ-হাতের আঙুলে ব্যাথা পেয়েছেন তাসকিন। বোলিং করার পর ফলোথ্রু’তে ব্যাটসম্যানের শটস ফেরাতে গিয়ে এ বিপত্তি ঘটান তিনি।
তাসকিনের ভাগ্যের সাথে চোট যেন অনেকটা জড়িয়ে গেছে। চোটের কারণে বেশ কয়েকটি সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। খেলতে পারেননি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপও। তবে কঠোর পরিশ্রম করে আবারও জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে নিজের নাম লিখিয়েছেন।
আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে নিজের মনোবল বাড়াতে সম্প্রতি আগুনেও হেঁটেছেন তাসকিন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল স্কোয়াড ঘোষণার আগে চোটে পড়ায় শঙ্কায় পড়লেন ডানহাতি এ পেসার। যদিও তার ইনজুরি কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না ঠিক কতদিনের জন্য তাসকিনকে মাঠের বাইরে থাকতে হবে।
এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকা পারভেজ হোসেন ইমন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেছেন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়া এ টাইগার ক্রিকেটার বঙ্গবন্ধু কাপে অণ্ডকোষে ব্যাথা পেয়েছিলেন, যা সম্প্রতি বেড়েছে। এবার যদি তাসকিনও ছিটকে যান তাহলে ২৪ সদস্যের স্কোয়াড ২২ সদস্যে দাঁড়াবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]