অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ এএম, ১২ জানুয়ারি ২০২১
অণ্ডকোষের ব্যথায় এক সপ্তাহের পর্যবেক্ষণে ইমন

ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য পারভেজ হোসেন ইমন। নিজেদের মধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। তবে স্বপ্ন পূরণের প্রথম ধাপে সেই সুযোগ পাচ্ছেন না ইমন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাওয়া অণ্ডকোষের পুরোনো ব্যথা আবারও অনুভব করছেন ইমন। চিকিৎসকের পরামর্শে তাকে আগামী এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ফলে মাত্র একদিনের ক্যাম্প শেষেই প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে গেলেন ১৮ বছর বয়সী এ টপঅর্ডার ব্যাটসম্যান।

ওয়েস্ট সিরিজ সামনে রেখে ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দলের শুরু হওয়া প্রথম দিনের অনুশীলনে হাজির ছিলেন ইমন। তবে ব্যথার তীব্রতা বাড়ায় শনিবারই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইউরোলোজিস্ট দেখান তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী জানান, ‘পারভেজের একটা স্ক্রুটামে (অণ্ডকোষ) ব্যথা ছিল, পুরোনো ব্যথা। ওটা আবার দেখা দিয়েছে। গতকাল (শনিবার) ও (ইমন) ইউরোলোজিস্ট দেখিয়েছে। ওখান থেকে ওকে এক সপ্তাহের জন্য বিশ্রামে যেতে বলা হয়েছে। এ কারণেই আমরা ওকে আর হোটেলে রাখিনি।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। ২০ ও ২২ জানুয়ারি প্রথম ও দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এর আগে ১৪ ও ১৬ জানুয়ারি বিকেএসপিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা

বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন

বাংলাদেশ-উইন্ডিজের ওয়ানডে ম্যাচের সময় পরিবর্তন

অশ্রুসজল চোখে প্রয়াত বাবাকে স্মরণ সিরাজের

অশ্রুসজল চোখে প্রয়াত বাবাকে স্মরণ সিরাজের

যুক্তরাষ্ট্রে বসতি গড়তে লঙ্কান ক্রিকেটকে জয়সুরিয়ার বিদায়

যুক্তরাষ্ট্রে বসতি গড়তে লঙ্কান ক্রিকেটকে জয়সুরিয়ার বিদায়