শ্রীলঙ্কার ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া আর দেশের হয়ে আর খেলবেন না। সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে চলে যাবেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যান।
শুক্রবার (৮ জানুয়ারি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, শেহান জয়সুরিয়া বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে শ্রীলঙ্কার হয়ে ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে তাকে আর যেন রাখা না হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জয়সুরিয়ার এ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ, তিনি তার পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হচ্ছেন এবং এখনে থেকে তিনি সেখানেই বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন।
জাতীয় দলের খেলোয়াড় থাকাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে প্রদত্ত সুযোগ-সুবিধা পাওয়ার জন্য এসএলসিকে ধন্যবাদ জানিয়েছেন শেহান জয়সুরিয়া। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও জয়সুরিয়ার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
জয়সুরিয়া শ্রীলঙ্কার হয়ে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেটের এই দুই ফরম্যাটে তার রান সংখ্যা যথাক্রমে ১৯৫ ও ২৪১।
জয়সুরিয়া সর্বশেষ গত মাসে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন। টুর্নামেন্টের তার দল গল গ্ল্যাডিয়েটর্স রানার্স-আপ হয়েছে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]