অশ্রুসজল চোখে প্রয়াত বাবাকে স্মরণ সিরাজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ০৯ জানুয়ারি ২০২১
অশ্রুসজল চোখে প্রয়াত বাবাকে স্মরণ সিরাজের

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় অশ্রু সংবরণ করতে পারেননি ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়ে সিরাজের অশ্রুসজল চোখ। মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ওই ছবি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষিক্ত হয়েই দলের জয়ে ভূমিকা রেখেছেন ২৬ বছর বয়সি সিরাজ। ৫ উইকেট নেওয়া এই পেসার মনকে শক্ত রেখেই দলের সঙ্গে অবস্থান করেছিলেন। কারণ, নভেম্বরেই মৃত্যুবরণ করেছেন তার বাবা।

দিনের খেলা শেষে ভারতীয় ওই পেসার সাংবাদিকদের বলেন, ‘জাতীয় সঙ্গীত বাজার সময় আমার বাবার কথা মনে পড়ে গিয়েছিল। তিনি দেখতে চেয়েছিলেন আমি যেন ভারতের হয়ে টেস্ট খেলি। আজ বেঁচে থাকলে তিনি আমাকে নিয়ে গর্ববোধ করতে পারতেন।’

২০ নভেম্বর মৃত্যুবরণ করেন সিরাজের পিতা। এ সময় অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করছিল ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা এই বোলার বাড়িতে যাওয়ার অনুমতি পাওয়ার পরও দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে থেকে গেছেন।
sportsmail24
দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের অটোরিক্সা চালক পিতার প্রশংসা করে সিরাজ বলেন, আমার শীর্ষ ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে তিনিই সহায়তা করেছেন। তার ওই চোখের অশ্রু সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে অনুপ্রানীত করেছে অনেককেই।

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর তার টুইটারে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি মন্তব্যকে উদ্বৃত করে লিখেছেন, ‘একজন দর্শকও যদি না থাকে, তারপরও ভারতীয় দলের হয়ে খেলার চেয়ে বেশি অনুপ্রেরণা আর কিছুই নেই।’

ভারতের আরেক সাবেক টেস্ট ক্রিকেটার মোহাম্মদ কাইফ সিরাজের অশ্রুসিক্ত ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি চাই কিছু লোক এই ছবিটির কথা মনে রাখুক। এই হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং জাতীয় সঙ্গীতের মর্ম তার কাছে এমনই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেকেই সিরাজের রেকর্ড, নজর কাড়লেন শুভমানও

অভিষেকেই সিরাজের রেকর্ড, নজর কাড়লেন শুভমানও

বাবাকে হারিয়েও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে গেলেন সিরাজ

বাবাকে হারিয়েও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে গেলেন সিরাজ

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলি