ডিসেম্বরে বাংলাদেশেই বসছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৮ জানুয়ারি ২০২১
ডিসেম্বরে বাংলাদেশেই বসছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

চলতি মাসে (জানুয়ারি ২০২১) মাঠে গড়ানোর কথা ছিল অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের এ বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। তবে করোনা মহামারীর কারণে তা স্থগিত করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে সবশেষ চলতি বছরই বাংলাদেশে বসবে আসরটি।

চলতি বছরের ডিসেম্বর মাসে নারীদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং-এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল সাংবাদিকদের বিষয়েটি নিশ্চিত করেছেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা জানেন যে, আমরা আইসিসির আয়োজক হতে যাচ্ছি। যা এ বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে তা হয়নি। এ বছরের শেষের দিকে ডিসেম্বরে সেটা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে।’

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই সারাদেশের বিভাগীয় কোচদের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিসিবি উইমেন্স উইং। তাদের সাথে সহযোগিতায় থাকছে গেম ডেভলপমেন্ট বিভাগ।

দল বাছাইয়ের প্রক্রিয়ার ব্যাপারে নাদেল বলেন, ‘আমাদের আগে থেকেই কিছু পরিকল্পনা ছিল। আমরা আমাদের মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে কিছু টুর্নামেন্ট আয়োজন করে আমাদের পাইপলাইনকে আরও বেশি শক্ত করবো। সারাদেশে ক্রিকেট বোর্ডের বিভাগীয় কোচদের মাধ্যমে বাছাই প্রক্রিয়া শুরু করেছি।’

তিনি বলেন, ‘গেম ডেভলপমেন্টের সহায়তায় এবং নারী বিভাগ যৌথভাবে পুরো দেশে জেলা ভিত্তিক অনুর্ধ্ব-১৯ দল প্রস্তুত করতে চাই। সেখান থেকে বাছাই করে আমাদের জাতীয় দলও গড়বো। এ প্রক্রিয়ার মধ্যে দু’টো কাজ হচ্ছে। প্রতিটি জেলায় মেয়েদের একটা দল হয়ে যাচ্ছে। জাতীয়ভাবেও আমরা আরেকটি দল তৈরি করবো। ভবিষ্যতে তাদেরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনাও রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী দেখা যাবে, এ দলটাই জাতীয় পর্যায়ে একটা সময় আমাদের প্রতিনিধিত্ব করবে।’

করোনার মধ্যে স্বাস্থ্য বিধি মেনেই বাছাই প্রক্রিয়া হবে বলেও জানান নাদেল, ‘স্বাস্থ্যবিধির দিকে আমরা অবশ্যই গুরুত্ব দেব। এ বিষয়ে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। খেলোয়াড় বাছাই করতে ইতোমধ্যেই বিভিন্ন বিভাগ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। সেখান থেকে বাছাই করে আমাদের পরবর্তী কাজ শুরু করবো। ৭ থেকে ১৭ জানুয়ারির মধ্যেই ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করা হবে। এখান থেকেই আমাদের বাছাই প্রক্রিয়াটা শুরু করা হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

৯ নম্বরেই বাংলাদেশ, ভুল শুধরে নিল আইসিসি

নারী ক্রিকেটার খুঁজছে বিসিবি

নারী ক্রিকেটার খুঁজছে বিসিবি

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ইতিহাসের পাতায় পোলোস্যাক, আইসিসির অভিনন্দন

ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান

ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান