ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস। বৃহস্পতিবার সকাল ১০টার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের সঙ্গে তার যাত্রা শুরু হবে।
জন লুইস ঢাকা পৌঁছলেও এখনো তাকে মাঠে পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসের কারণে তাকে কোয়ারেন্টাইন পালন করতে হবে। এছাড়া বর্তমান সময়ে অন্যতম করোনাপ্রবণ দেশ ইংল্যান্ড থেকে তিনি ঢাকা এসেছেন।
এদিকে লুইসের সাঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি করতে পারেনি বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ এবং মার্চে নিউজিল্যান্ড সফরে টাইগার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন তিনি।
গত ২১ আগস্টে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। এরপর মুশফিক-তামিমদের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ক্রেইগ ম্যাকমিলান। তবে যোগ দেওয়ার আগেই বাবার মৃত্যুর পর তিনিও চাকরি ছেড়ে দেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]