টি-টেনের এনওসি পেলেন মুক্তার, আশায় নাসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৭ জানুয়ারি ২০২১
টি-টেনের এনওসি পেলেন মুক্তার, আশায় নাসির

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আসন্ন টি-টেন লিগে খেলার জন্য পেসার মুক্তার আলীকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ডে আবেদন না করায় এখনো অনুমতি পাননি নাসির হোসেন।

টুর্নামেন্টের ড্রাফটে বাংলাদেশের ছয় খেলোয়াড় দল পেয়েছেন। তাদের মধ্যে বাকি চারজন হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান ও তাসকিন আহমেদ। তবে এ চারজন ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াযে থাকায় টি-টেন টুর্নামেন্ট থেকে তাদের সড়ে যেতে হয়েছে।

গত ২৩ ডিসেম্বর টি-টেন লিগের খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার মুক্তার আলিকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। দুই তরুণ স্পিন অলরাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে দলে নেয় বাংলা টাইগার্স। আর দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকা নাসিরকে দলে নেয় পুনে ডেভিলস।

টি-টেন লিগে খেলার জন্য পেসার মুক্তার আলিকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এছাড়া বোর্ডে আবেদন না করায় এখনো অনুমতি পাননি নাসির হোসেন। তবে অনাপত্তিপত্র পাওয়ার আশা করছেন নাসির।

বৃধবার সংবাদ মাধ্যমে নাসির বলেছেন, ‘আমি ক্রিকেট খেলতে পুরোপুরি ফিট এবং খুব শীঘ্রই এনওসির জন্য আবেদন করবো। আশা করি, বিসিবি আমাকে অনুমতি দেবে।’

আবু ধাবিতে ২৬ জানুয়ারি থেকে শুরু হবে টি-টেন লিগটি। ৮ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে আসর। নাসির অনুমতি পেলে তাহলে এ আসরে বাংলাদেশ থেকে দুইজন ক্রিকেটার দেশের প্রতিনিধিত্ব করবেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টেন মাতাবেন ছয় বাংলাদেশি ক্রিকেটার

টি-টেন মাতাবেন ছয় বাংলাদেশি ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান

ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই : আকরাম খান

‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ

পিএসএল ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ