শ্রীলঙ্কায় পৌঁছে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছেন সফরকারী ইংল্যান্ড দলের ক্রিকেটার মঈন আলী। সোমবার (৪ জানুয়ারি) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার শ্রীলঙ্কায় পা এরখেছে ইংলিশ ক্রিকেট দল। সেখানে পৌঁছানোর পর ইংল্যান্ডের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে মঈন আলীর।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলঙ্কার সরকারের স্বাস্থ্যবিধি প্রটোকল অনুসারে মঈন আলীকে ১০ দিনের আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হবে।’
এছাড়া সম্প্রতি মঈন আলীর সংস্পর্শে আসায় ক্রিস উকসকেও দল থেকে আলাদাভাবে রাখা হয়েছে। তাকেও কয়েকদি পর্যবেক্ষণ শেষে আবারও পরীক্ষা করা হবে।
এদিকে মঙ্গলবার (৫ জানুয়ারি) সফরকারী দলের সবাইকে দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হবে। পরীক্ষায় যারা নেগেটিভ আসবে তারা বুধবার (৬ জানুয়ারি) থেকে অনুশীলন করার সুযোগ পাবেন।
এর আগে শ্রীলঙ্কায় পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কার সকল বিমান চলাচল বন্ধ থাকায় বিশেষ চার্টার্ড বিমানে হাম্বানটোটার মাটালা রাজাপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রুটের দল।
দেশটিতে পৌঁছানোর পর সকল খেলোয়াড়-স্টাফদের করোনা পরীক্ষায় করা ছাড়াও তাদের জুতো এবং লাগেজেও জীবাণুনাশক ছিটানো হয়েছে।
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২৩ সদস্যের ইংল্যান্ড দলে রয়েছেন মঈন আলী। সূচি অনুযায়ী ১৪ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরু হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]