নতুন বছরের প্রথম দিনই সুখবর দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার দেশে ফিরে নিজের অনাগত তৃতীয় সন্তানের জন্য দোয়া টাইলেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে রোববার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরেছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের আগেই শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তিনি। তবে সাকিব পৌঁছানোর আগেই শ্বশুর মারা যান।
শ্বশুর হারানোর শোক সামলে নতুন বছরের শুরুতেই পরিবারে নতুন অতিথি আসার খবর দিয়েছেন সাকিব। আর ঢাকায় পৌঁছেই তাকে শুনতে হয়েছে সে বিষয়ের প্রশ্ন। সাকিবও নতুন অতিথি আসার আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন।
সাকিব বলেন, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই বাচ্চা যেন সুস্থ থাকতে পারে। দুইবার এ অভিজ্ঞতা হয়েছে (হাসি)। এটা নতুন কিছু না। তৃতীয়বার বাবা হচ্ছি, এ নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। সবার কাছে দোয়া চাই, যেন নতুন বাচ্চা সুস্থ-স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে, মা-বাচ্চা দু’জনই সুস্থ থাকতে পারে।’
এর আগে শ্রীলঙ্কা সফরকে সামরে রেখে সাকিব দেশে ফিরলেও সফর স্থগিত হয়ে যায়। পরে অবশ্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেললেও নিষেধাজ্ঞা মুক্তির পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাকিবের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফেরা হচ্ছে সাকিবের।
ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সাকিব বলেন, ‘এবারের ফেরাটা আলাদা৷ শ্রীলঙ্কা যেতে পারিনি, সেটি ছিল হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ যে, তারা আসছে৷ সিরিজটি খেলতে মুখিয়ে আছি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]