প্রথমবারের মতো মুম্বাই দলে শচীনপুত্র অর্জুন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ০৩ জানুয়ারি ২০২১
প্রথমবারের মতো মুম্বাই দলে শচীনপুত্র অর্জুন

সৈয়দ মুস্তাক আলী ট্রফির জন্য দল ঘোষণা করেছে মুম্বাই। ২২ জনের সেই দলে ডাক পেয়েছে শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। আর দলের অধিনায়ক হিসেবে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা সূর্যকুমার যাদব।

আইপিএলে দারুণ ফর্মে থাকা সূর্যকুমারের মুম্বাই দলের হয়েই প্রথমবারের জন্য সুযোগ পেল বাঁহাতি মিডিয়াম পেসার অর্জুন। বয়স ভিত্তিক বিভাগে খেললেও মুম্বাইয়ের সিনিয়র দলে এটাই তার প্রথম সুযোগ।

বিসিসিআই প্রথমে জানিয়েছিল, সৈয়দ মুস্তাক আলী ট্রফির জন্য ২০ জনের দল করা যাবে। তবে মুম্বাই বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রথমে ২০ জনের দলের কথা বলা হলেও পরে ২২ জনের দল করার অনুমতি দিয়েছে বিসিসিআই। সেই অনুযায়ী ২২ জনের দল ঘোষণা করা হয়েছে।’

মুম্বাইয়ের দলে অর্জুন ছাড়াও পেসার ক্রুতিক হানাগাবাদিকেও রাখা হয়েছে। ১০ জানুয়ারি থেকে শুরু হবে এ টুর্নামেন্ট। যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সৌরভের হৃদয়ে এত ব্লক?

সৌরভের হৃদয়ে এত ব্লক?

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

ইমরানের নেতৃত্বে টেন্ডুলকার-সোবার্সদের সাথে মুশফিক

ভারত-অস্ট্রেলিয়া মাতিয়ে ‘অবসরে’ যাবেন গেইল

ভারত-অস্ট্রেলিয়া মাতিয়ে ‘অবসরে’ যাবেন গেইল

আফসোস হচ্ছে না রায়নার

আফসোস হচ্ছে না রায়নার