টাইগারদের ব্যাটিং কোচ চূড়ান্ত, রয়েছে শঙ্কাও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ০১ জানুয়ারি ২০২১
টাইগারদের ব্যাটিং কোচ চূড়ান্ত, রয়েছে শঙ্কাও

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের জন্য একজন ব্যাটিং কোচ চূড়ান্ত করেছে। বিসিবির পছন্দের তালিকার শীর্ষে আছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। ১০ জানুয়ারির আগে তার ঢাকায় আসার কথা রয়েছে। তবে তিনি দীর্ঘ সময়ের জন্য টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে নাও থাকতে পারেন।

ঢাকা পৌঁছেই নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সফরে টাইগার দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন জন লুইস।স্বল্প সময়ের জন্য বিসিবি এ ব্যাটিং কোচকে নিয়োগ দিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বোর্ড ডিরেক্টর আকরাম খান।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্য একজন ব্যাটিং কোচ খুঁজছি। কোভিড-১৯ সমস্যা রয়েছে এবং অধিকাংশ কোচই দীর্ঘ সময় থাকতে চাচ্ছেন না। তবে আমরা যোগাযোগ রাখছি। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।’

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি পদত্যাগ করার পর গত আগস্ট থেকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদটি খালি রয়েছে। ম্যাকেঞ্জির সময়ে বাংলাদেশ দলের ব্যাটিং দক্ষতার তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে।

ম্যাকেঞ্জি পদত্যাগের এক সপ্তাহের মধ্যেই নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বিসিবি। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরেই তার যোগ দেওয়ার কথা ছিল। তবে সফরটি স্থগিত হওয়ায় এবং বাবার মৃত্যুও কারণে ম্যাকমিলান আর যোগ দিতে পারেননি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজদের পাঁচ দফা করোনা পরীক্ষা করবে বিসিবি

উইন্ডিজদের পাঁচ দফা করোনা পরীক্ষা করবে বিসিবি

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

বাংলাদেশ সফরে উইন্ডিজদের নাম প্রত্যাহারের হিড়িক

বাংলাদেশ সফরে উইন্ডিজের টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সফরে উইন্ডিজের টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা

টি-টেন লিগে সবাইকে ছাড়পত্র দেবে না বিসিবি

টি-টেন লিগে সবাইকে ছাড়পত্র দেবে না বিসিবি