সংযুক্ত আারব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। তবে তাদের সবাইকে ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে দল পাওয়া ছয় ক্রিকেটার হলেন- মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মুক্তার আলী ও নাসির হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে সব খেলোয়াড়কে ছাড়পত্র দিতে রাজি নয় বিসিবি। কারণ, ওই ছয়জন ক্রিকেটারের মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় দলভুক্ত করার সম্ভাবনা রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘যাদের জাতীয় দলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমরা নির্বাচক কমিটির সঙ্গে কথা বলেছি।’
গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয় টি-টেন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। নিলামে মোসাদ্দেক হোসন, পেসার তাসকিন আহমেদ ও মুক্তার আলীকে বেছে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ানস। দ্য বেঙ্গলস টাইগার বেছে নিয়েছে দুই তরুণ স্পিন অল রাউন্ডার আফিফ হোসেন ও শেখ মেহেদি হাসানকে। আর দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা নাসির হোসেনকে পছন্দ করেছে পুনে ডেভিলস।
আবুধাবিতে ২৬ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টি-টেন ক্রিকেট লিগ টুর্নামেন্টটি।
এদিকে বাংলাদেশ সফরে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ফলে স্বল্প সময়ের মধ্যে বিসিবিও বাংলাদেশ ক্রিকেট দলের দল ঘোষণা করবেন। ফলে দলে ডাক না পাওয়া ক্রিকেটারদের টি-টেন ক্রিকেট লিগে যেতে বাধা দেবে না বোর্ড।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]