আনুশকাকে সেরা উপহার দিলেন বিরাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ এএম, ১০ মার্চ ২০১৮
আনুশকাকে সেরা উপহার দিলেন বিরাট

দক্ষিণ আফ্রিকা সফরের পর এখন মাঝের সময়টা কিছুটা বিশ্রাম। স্ত্রী আনুশকা শর্মার অভিনীত ‘পরী’ ছবি মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হল। এখন ছুটিটা তাই ভাল মতোই উপভোগ করছেন বিরাট-আনুশকা।

আন্তর্জাতিক নারী দিবসের দিন স্ত্রী আনুশকার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাট যা পোস্ট করলেন, তা দেখে অভিভূত প্রত্যেকেই। টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিরাট লেখেন, ‘‘ ট্যাগ করুন আপনার জীবনের সেই অসাধারণ নারীকেই, যিনি ‘বেটার দ্যান ইক্যুয়াল’।

বিরাটের এমন মিষ্টি পোস্টই এবছরের আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক নারীর মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। বলাই বাহুল্য বিয়ের পর নারী দিবসে স্বামীর কাছ থেকে পাওয়া এটাই সেরা উপহার আনুশকার।



শেয়ার করুন :


আরও পড়ুন

কিউই নারী দলের বোলিং কোচ ওরাম

কিউই নারী দলের বোলিং কোচ ওরাম

কোহলি-ইমরানের মানসিকতাই এক

কোহলি-ইমরানের মানসিকতাই এক

ব্যাংককের পর অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

ব্যাংককের পর অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝড়ালেন টাইগাররা

নিজেদের প্রস্তুত করতে ঘাম ঝড়ালেন টাইগাররা