দক্ষিণ আফ্রিকা সফরের পর এখন মাঝের সময়টা কিছুটা বিশ্রাম। স্ত্রী আনুশকা শর্মার অভিনীত ‘পরী’ ছবি মুক্তি পেয়েছে বেশ কিছুদিন হল। এখন ছুটিটা তাই ভাল মতোই উপভোগ করছেন বিরাট-আনুশকা।
আন্তর্জাতিক নারী দিবসের দিন স্ত্রী আনুশকার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিরাট যা পোস্ট করলেন, তা দেখে অভিভূত প্রত্যেকেই। টুইটারে একটি ভিডিও পোস্ট করে বিরাট লেখেন, ‘‘ ট্যাগ করুন আপনার জীবনের সেই অসাধারণ নারীকেই, যিনি ‘বেটার দ্যান ইক্যুয়াল’।
বিরাটের এমন মিষ্টি পোস্টই এবছরের আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক নারীর মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। বলাই বাহুল্য বিয়ের পর নারী দিবসে স্বামীর কাছ থেকে পাওয়া এটাই সেরা উপহার আনুশকার।
Tag the extraordinary woman in your life who is #BetterThanEqual @Staywrogn@AnushkaSharma ♥️ pic.twitter.com/NdjNEPYQjD
— Virat Kohli (@imVkohli) March 8, 2018