দশক সেরা কোহলি, টেস্টে স্মিথ এবং স্পিরিট অব ক্রিকেট ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০
দশক সেরা কোহলি, টেস্টে স্মিথ এবং স্পিরিট অব ক্রিকেট ধোনি

ক্রিকেটের তিন ফরম্যাটে দশক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গত এক দশকের সেরা খেলোয়াড় হিসেবে কোহলির নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির দশক সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

এছাড়া ‘স্পিরিট অফ দ্য ক্রিকেট’ পুরস্কারের জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টে রান আউট হয়ে প্যাভিলিয়নে চলে যাওয়ার পরও ইংল্যান্ডে ইয়ান বেলকে ক্রিজে ফিরিয়ে এনেছিলেন ধোনি। কারণ, টিভি রিপ্লেতে দেখা গেছে বেল রান আউট ছিলেন না। তাই দর্শকদের বিচারে এটিই এই দশকের সবচাইতে সেরা ক্রিকেটীয় মুর্হূত।

দশকের সেরা ক্রিকেটার হওয়ায় স্যর গারফিল্ড সোবার্স পুরস্কার জিতেছেন কোহলি। পুরস্কার জয়ের পর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আমার সবসময় লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি সেটাই করার চেষ্টা করি। মাঠে আপনি কী করেছেন, সংখ্যা শুধু সেটাই দেখায়। আর কিছু নয়।’

সেরা হওয়ার দৌঁড়ে কোহলির প্রতিন্দ্বন্দি ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। টেস্টে সেরা হওয়ার দৌঁড়ে কোহলি, রুট, উইলিয়ামসন, ইংল্যান্ডের জেমস এন্ডারসন, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও পাকিস্তানের ইয়াসির শাহকে পেছনে ফেলেছেন স্মিথ।

টি-টোয়েন্টিতে দশকসেরা নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। এ সময়ে ৪৮ ম্যাচ খেলে ৮৯ উইকেট নিয়েছেন তিনি। আর নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। দশকের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি দশক-সেরা টি-টোয়েন্টি এবং একদিনের ফরম্যাটের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন পেরি।

২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে চলমান বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দশক সেরা খেলোয়াড় বাছাই করেছে আইসিসি। এর আগে তিন ফরম্যাটে দশক সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা লেভানডোভস্কি

গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরা লেভানডোভস্কি

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক

তিনটি ডাবল-সেঞ্চুরি করেও আইসিসির টেস্ট একাদশে নেই মুশফিক

বিশ্বকাপ জয়ী কোচ পাচ্ছেন সালমা-সুলতানারা

বিশ্বকাপ জয়ী কোচ পাচ্ছেন সালমা-সুলতানারা