তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দু’টি টেস্ট খেলতে জানুয়ারিতে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনার মাঝে ক্রিকেট দলের সফরে প্রধান আলোচনা কোয়ারেন্টইন ব্যাপ্তি। তবে এ বিষয়ে উইন্ডিজদের আটকে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকায় সফররত ক্যারিবিয়ান ক্রিকেটাররা করোনা পরীক্ষায় পাস করলে মাত্র তিনদিন পরেই অনুশীলন করার সুযোগ পাবেন। বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন সোমবার (২৮ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী সাতদিনের একটা প্রস্তুতি রয়েছে। তার মধ্যে প্রথম তিনদিন তারা (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল) হোটেলে বায়ো-সুরক্ষার মধ্যে থাকবেন এবং তাদের করোনা পরীক্ষা দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘করোনা পরীক্ষায় সবাই যদি নেগেটিভ হয় তারপর তাদেরকে ট্রেনিং ক্যাম্পের সুবিধা দেওয়া হবে।’
ওয়েস্ট ইন্ডিজের সফরের মধ্য দিয়ে করোনা পরবর্তী বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে। নিজেদের প্রস্তুতি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘ইতোমধ্যে আমরা সফলভাবে দু’টি টুর্নামেন্ট শেষ করেছি। যেখানে প্রথম তিন দলের এবং পরে পাঁচ দলের প্রতিযোগিতা। সেখান থেকে আমাদের একটি এক্সপার্ট গ্রুপ ডেভেলোপ হয়েছে। ফলে আমরা জানি যে, কোন কোন এরিয়াতে বিশেষভাবে নজর দিতে হবে।’
আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেন, ‘আমরা বেশ আত্মবিশ্বাসী, যেহেতু আগেরগুলো তিনটি এবং পাঁচটি দলের ছিল। এটি আন্তর্জাতিক হলেও দু’টি দলের প্রতিযোগিতা। সে ক্ষেত্রে এটি আমাদের জন্য তুলনামূলক সহজ হবে।’
একই সঙ্গে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রথম আসর সফল করতে সাংবাদিকদের কাছে সহযোগিতাও কামনা করেন তিনি। বলেন, ‘আমরা আন্তর্জাতিক ম্যাচ হোস্ট করতে যাচ্ছি। যার মাধ্যমে করোনা পরবর্তী আমাদের দেশে আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসছে। আপনাদের (সাংবাদিকদের) সবার সহযোগিতায় আমরা সাকসেসফুল টুর্নামেন্ট হয়তো করতে পারবো।’
ওয়েস্ট ইন্ডিজ দলের সফরে প্রথম ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি, ঢাকায়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]