ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রবিন জ্যাকম্যান মারা গেছেন। ক্রিকেটের বাইরে ধারাভাষ্যকার ও ব্রডকাস্টার হিসেবেও বেশ নাম রয়েছে তারা। শুক্রবার (২৫ ডিসেম্বর) কেপটাউনে ৭৫ বছর বয়সে মারা গেছেন এ ক্রিকেটার।
জ্যাকম্যানের জন্ম ভারতে, ১৯৪৫ সালে। তবে তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। আবার এ দুই দেশকে ছাপিয়ে তার সম্পর্কটা গভীর হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গেও। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠেছিলেন সাবেক এ ফাস্ট বোলার।
শুরুর দিকে অভিনেতা হতে চাইলেও পরবর্তীতে ক্রিকেটের প্রেমে পড়েন জ্যাকম্যান। ক্রিকেটার হওয়ার লক্ষ্যে মাত্র ১৯ বছর বয়সে সারে ক্রিকেট ক্লাবে ট্রায়াল দেন এবং টিকেও যান তিনি। এরপর হয়ে ওঠেন সারের পেস বিভাগের অন্যতম কাণ্ডারি।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করছিলেন জ্যাকম্যান। বব উইলিসের ইনজুরিতে ৩৫ বছর বয়সে দলে ডাক পান এ পেসার। অবশ্য অভিষেকের আগে বাধায় পড়তে হয়েছিল। জ্যাকম্যানের স্ত্রী দক্ষিণ আফ্রিকার হওয়ায় তাকে ভিসা দিতে আপত্তি জানায় গায়ানা সরকার। সবশেষ ১৯৮১ সালের মার্চে অভিষেক হলে অপেক্ষার প্রহর শেষ হয়।
জাতীয় দলের হয়ে মাত্র ৪ টেস্ট খেলে ১৪ উইকেট নিয়েছেন জ্যাকম্যান। এছাড়া ১৫ ওয়ানডে খেলে শিকার করেন ১৯টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ৩৯৯ ম্যাচে নিয়েছেন ১৪০২ উইকেট। এর মধ্যে শুধুমাত্র সারের হয়েই নিয়েছেন ১২০৬ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৮৮ ম্যাচে ৪৩৯ উইকেট আছে তার। পাশাপাশি ব্যাট হাতে করেছেন সাড়ে ৫ হাজারের মতো রান।
ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে দারুণ পরিচিতি পান জ্যাকম্যান। পরবর্তীতে কণ্ঠনালীর সমস্যা হওয়ায় ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]