‘পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে আমির’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০
‘পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে আমির’

ক্ষোভ-দুঃখে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তবে আমিরের এভাবে বিদায় বলাটা মোটেও ভালো লাগেনি দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের। তার মতে, পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে আমির।

স্থানীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে ইনজামাম বলেন, ‘আমির যেভাবে অবসর নিয়েছে, তা মোটেও সঠিক পন্থা ছিল না। আমাদের ক্রিকেট এবং এর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে সে। তার আরও বেশি সচেনতা অবলম্বন করা উচিত ছিল।’

নিজের অবসর নিয়ে গত ১৭ ডিসেম্বর আমির বলেন, ‘দলের ভেতরের পরিবেশ একদমই ভালো নয়। নিউজিল্যান্ড সফরে ৩৫ জন সদস্যের মধ্যেও যখন আমাকে রাখা হয়নি। তখনই বুঝতে পেরেছিলাম, এ ম্যানেজমেন্টের অধীনে আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার মনে হয়, এখন ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে ভালো। আমাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। পিসিবি আমাকে বহু যন্ত্রণা দিয়েছে। আমার উপরে অত্যাচার করেছে।’

আমিরের ওই বক্তব্যের রেশ টেনে ইনজামাম বলেন, ‘তিনি যদি টিম ম্যানেজমেন্টের একজন বা দু’জনের ওপর অসন্তুষ্ট হন তবে তাকে প্রথমে প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত ছিল। প্রয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সাথেও আলোচনা করতে পারত। কিন্তু তিনি তা করেনি, যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার এসব বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন ছিল।’

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের হয়ে অভিষেক হয় আমিরের। ওই বছরই লর্ডস টেস্টে ফিক্সিং করে পাঁচ বছর নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরে দুর্দান্ত পারফরমেন্স করেন আমির। কিন্তু দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি।

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আমির। সীমিত ওভারের ক্রিকেট থেকেও বাদ পড়েন তিনি। এবার নিউজিল্যান্ডের সফরে টি-টোয়েন্টি দলে জায়গা না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ২৮ বছর বয়সী আমির।

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯টি, ৬১টি ওয়ানডেতে ৮১টি ও ৫০টি টি-টোয়েন্টিতে ৫৯টি উইকেট শিকার করেছেন আমির।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

‘প্রতিবাদে’ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন মোহাম্মদ আমির

আমিরের কাঠগড়ায় মিসবাহ-ওয়াকার

আমিরের কাঠগড়ায় মিসবাহ-ওয়াকার

হোয়াইটওয়াশ থেকে বাঁচলো পাকিস্তান

হোয়াইটওয়াশ থেকে বাঁচলো পাকিস্তান

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ

বাবরের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগ