জাতীয় ক্রিকেট একাডেমি ‘ভেঙে দিচ্ছে’ ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৬ ডিসেম্বর ২০২০
জাতীয় ক্রিকেট একাডেমি ‘ভেঙে দিচ্ছে’ ভারত

ভবিষ্যতে দলের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে -এমন তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০০০ সালে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) প্রতিষ্ঠা করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে সেটি (এনসিএ) এবার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বিসিসিআই।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সাথে শুধু বেঙ্গালুরুতে নয়, এখন থেকে পাঁচটি বিভিন্ন অঞ্চলে থাকবে এনসিএ।
sportsmail24
একের পর এক ভারতীয় ক্রিকেটাররা চোট পাচ্ছেন। তবে তাদের চোট নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে নির্দিষ্ট তথ্য থাকছে না। এনসিএ-কে নিয়ে -এমন নানা অভিযোগ উঠায় বিসিসিআই ঠিক করেছে যে, দেশে একাধিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হবে।

একই সাথে বেঙ্গালুরুর অ্যাকাডেমির ওপর থেকে চাপ কমানো হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা সহজেই এনসিএ-এর সুযোগ-সুবিধে নিতে পারবে।

দেশটির ক্রিকেটে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হলেও গুরুত্বপূর্ণ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তার মধ্যে অন্যতম হলো- ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে কর ছাড়।

ভারতীয় বোর্ডকে কেন্দ্রীয় সরকারের থেকে এ কর ছাড়ের অনুমতি নিতে হবে। তা না হলে প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যেতে পারে। তবে বোর্ড চাইলে নিজেরাও এ করের টাকা পরিশোদ করতে পারে। যার পরিমাণ ১০ কোটি ডলারেরও বেশি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

৬২ মিনিটে ১০ কিলোমিটার দৌড়ালেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা

হেরে যাওয়া ম্যাচে ভারতকে জরিমানা

হেরে যাওয়া ম্যাচে ভারতকে জরিমানা