চার্টার্ড বিমানে উড়বে ইংল্যান্ড ক্রিকেট দল : শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২৫ ডিসেম্বর ২০২০
চার্টার্ড বিমানে উড়বে ইংল্যান্ড ক্রিকেট দল : শ্রীলঙ্কা

ফাইল ফটো

প্রাণঘাতি করোনার প্রাদুর্ভাব নতুন করে বেড়ে যাওয়ায় ইংল্যান্ডের সাথে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ রয়েছে শ্রীলঙ্কার। তবে এর মাঝেও ইংল্যান্ড ক্রিকেট দলকে শ্রীলঙ্কা সফরের অনুমতি দিয়েছে ব্রিটেন। ফলে চার্টার্ড বিমানে দ্বীপদেশটিতে পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কান ক্রিকেট কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

দুটি টেস্ট খেলতে ৩ জানুয়ারি শ্রীলঙ্কা পৌঁছানোর কথা রয়েছে ইংলিশ দলের। এরপর ১৪ জানুয়ারি গলে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তবে এর মাঝে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ব্রিটেনে নতুন করে নিষেধাজ্ঞা জারি করায় সফরটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল

এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের অনুমতি কথা বলা হলেও ইংল্যান্ড ক্রিকেট থেকে এখনো কোন কিছু জানানো হয়নি। ফলে সফরটি এখনো ধোয়াশার মধ্যে রয়েছে।

শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘দেশ ছাড়ার আগে এবং শ্রীলঙ্কায় পৌঁছানোর পর সফরকারী দলের প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করানো হবে। এরপর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

গত মঙ্গলবার থেকে ব্রিটেনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এমনকি দুই সপ্তাহ আগে যারা ব্রিটেন সফরে গিয়েছে তাদেরও দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে চার্টার্ড বিমানে করেই দ্বীপদেশটিতে পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল।

অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমাদের চিকিৎসকরা প্রতিপক্ষ দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে এবং প্রস্তুতি নিয়ে তারা অনেকটাই সন্তুস্ট। দুই দলই এখন প্রতিদ্বন্দ্বিতায় নামার জন্য অপেক্ষা করছে।’

সম্প্রতি শ্রীলঙ্কাএতও করোনার সংক্রমন বেড়ে গেছে। আনুষ্ঠানিক হিসাব মতে. দেশটিতে ৩৮ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ১৮৩ জন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এবার ইংল্যান্ডের ব্যাটিং কোচ

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এবার ইংল্যান্ডের ব্যাটিং কোচ

ওয়ানডে সিরিজ না খেলে দক্ষিণ আফ্রিকা ছাড়ছে ইংল্যান্ড

ওয়ানডে সিরিজ না খেলে দক্ষিণ আফ্রিকা ছাড়ছে ইংল্যান্ড

পুরোনো ঠিকানায় চণ্ডিকা হাথুরুসিংহে

পুরোনো ঠিকানায় চণ্ডিকা হাথুরুসিংহে

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!

ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছিল শ্রীলঙ্কা!