লিগামেন্টে জটিলতা, পর্যবেক্ষণে সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৪ ডিসেম্বর ২০২০
লিগামেন্টে জটিলতা, পর্যবেক্ষণে সাইফউদ্দিন

ইনজুরি আর মোহাম্মদ সাইফউদ্দিন, যেন একে অপরের বেশ চেনা! সাইফউদ্দিন দলে ফিরলেই আলোচনায় চলে আসেন ইনজুরি নিয়ে। সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ঠিক একদিন আগে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন। টুর্নামেন্টের মধ্যভাবে ফিরলেও আবারও ইনজুরি নিয়ে সংবাদ শিরোনামে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চলাকালীন জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় এমআরআই করাতে পারেননি সাইফউদ্দিন। টুর্নামেন্ট শেষে এমআরআই করানোর পর জানা গেছে, তার লিগামেন্টে কিছু জটিলতা এখনো রয়ে গেছে। যার ফলে তিন সপ্তাহের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন নিজেই এমন তথ্য জানান।

তিনি বলেন, টুর্নামেন্ট (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) চলাকালে বায়ো-বাবলে ছিলাম, যার কারণে এমআরআই করাতে পারেনি। টুর্নামেন্ট শেষে এমআরআই করি, প্রথমে লিগামেন্টে কিছু সমস্যা ছিল। আমিও ফির করছিলাম। কারণ, প্রথমে ব্যথা হলে পরে চলে যাওয়াে কথা। তবে যাচ্ছিল না। এখন ফিজিও-এর তত্ত্বাবধানে, উনাদের প্লান অনুযায়ী কাজ করছি। তিন সপ্তাহের মতো তাদের পর্যবেক্ষণে থাকবে হবে।

পর্যবেক্ষণ শেষে সাইফউদ্দিনকে আরও কিছু পরীক্ষা নিতে হবে। যদিও এ পেস বোলিং অলরাউন্ডার এখনও জানেন না তার ইনজুরিটিটা কেমন, গ্রেড ওয়ান না-কি টু। সাইফউদ্দিন বলেন, ‘লিগামেন্টে কিছু সমস্যা আছে, বাকিটা তো আমি জানি না। ডাক্তাররা জানেন, গ্রেড ১ না-কি ২। তবে কিছু আছে নিশ্চয় যার কারণে আমাকে প্রায় তিন সপ্তাহের মতো উনাদের পর্যবেক্ষণে থাকতে হবে।

জানুয়ারিতে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে নিয়ে আশাবাদী সাইফউদ্দিন। বলেন, ‘‌আমি আশাবাদী। তবে আমার কিছু টেস্ট নেবে, বোলিং-ফিটনেস, রানিং। সবকিছুতে যদি টিকে যাই তাহলে টিকে (দলে) যাব।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর একদিন আগে একাডেমি মাঠে অনুশীলন সেশনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন সাইফউদ্দিন। বাঁ-পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। ফলে আইনকন প্লেয়ার বাদ মিনিস্টার রাজশাহী সাইফউদ্দিনকে দলে ভেড়ালেও টুর্নামেন্টে বেশিরভাগ ম্যাচে পাওয়া যায়নি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই ম্যাচ খেলেই সেরা বোলার সাইফুদ্দিন

দুই ম্যাচ খেলেই সেরা বোলার সাইফুদ্দিন

আবারও পিঠের ইনজুরি, ভারতের বিপক্ষে নেই সাইফুদ্দিন

আবারও পিঠের ইনজুরি, ভারতের বিপক্ষে নেই সাইফুদ্দিন

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

সমালোচনার জবাব দিতে চেয়েছিলাম : সাইফউদ্দিন

সমালোচনার জবাব দিতে চেয়েছিলাম : সাইফউদ্দিন