নিজ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে কোভিড-১৯ পরীক্ষায় দক্ষিণ আফ্রিকা দলের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিএসএ জানায়, শনিবার প্রিটোরিয়ায় জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগে সবার করোনা পরীক্ষা করানো হয়। বলা হয়,‘সিএিসএ আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, গোটা দলের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।’
দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় তাদেরকে প্রত্যাহার করে শুক্রবার ১৭ জনে নামিয়ে আনা হয় প্রোটিয়া দলের সদস্য সংখ্যা।
এর আগে চলতি ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ না খেলে দেশে ফিরে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে টসও অনুষ্ঠিত হয়েছিল। তবে করোনা শঙ্কায় তা বাতিল করা হয়।
পরে ৭ ডিসেম্বর (সোমবার) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথ সম্মতিতে সিরিজটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে আলাদা আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
এখন দলের সবার করোনা নেগেটিভের খবর দক্ষিণ আফ্রিকার জন্য নিঃসন্দেহে খুশির সংবাদ। সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাঠে চলতি মাসের ২৬ ডিসেম্বর (শনিবার) সেঞ্চুরিয়নে প্রোটিয়ারা খেলতে নামবে সিরিজের প্রথম টেস্ট।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]