দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এবার ইংল্যান্ডের ব্যাটিং কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ এএম, ২২ ডিসেম্বর ২০২০
দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার এবার ইংল্যান্ডের ব্যাটিং কোচ

ফাইল ফটো

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রধান কোচ ক্রিস সিলভারউডের কোচিং স্টাফদের সাথে কাজ করবেন ক্যালিস।

ক্যালিসের পাশাপাশি জিতান প্যাটেলকে স্পিন এবং জেমস ফস্টারকে উইকেটরক্ষক পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইসিবি। ইসিবি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানায়, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন ক্যালিস। কোচ হিসেবেও ভালো অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও নিজ দেশের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। ক্যালিসের অভিজ্ঞতা আমাদের দলের জন্য সহায়ক হবে।

দক্ষিণ আফ্রিকা ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যালিস। তবে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রোটিয়া দলের সাথে ছিলেন না তিনি। গত বছর ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করার সিরিজে প্রোটিয়া দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যালিস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টেস্টে ৫৫ দশমিক ৩৭ গড়ে ১৩,২৮৯ রান করেছেন ক্যালিস। ৩২৮ ওয়ানডেতে ১১৫৭৯ রান ও ২৫টি টি-টোয়েন্টিতে ৬৬৬ রান করেছেন তিনি। বল হাতে টেস্টে ২৯২টি, ওয়ানডেতে ২৭৩টি ও টি-টোয়েন্টিতে ১২ উইকেট ঝুলিতে রয়েছে ৪৫ বছর বয়সী ক্যালিসের।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ জানুয়ারি থেকে প্রথম টেস্ট খেলবে ইংল্যান্ড। ২২ জানুয়ারি থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে ইংলিশরা। দু’টি টেস্টই গলে অনুষ্ঠিত হবে। দুটি টেস্টে ব্যাটিং পরামর্শকের কাজ করবেন ক্যালিস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘায়িত হলো বাবরের টেস্ট নেতৃত্ব, নতুন মুখ ইমরান

দীর্ঘায়িত হলো বাবরের টেস্ট নেতৃত্ব, নতুন মুখ ইমরান

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি

দলের ব্যর্থতার মাঝেও কোহলিকে সুখবর দিল আইসিসি

চলতি বছর হচ্ছে না অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট

চলতি বছর হচ্ছে না অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট

গোলাপি বলে দিশেহারা ভারত, ৩৬ রানেই অলআউট

গোলাপি বলে দিশেহারা ভারত, ৩৬ রানেই অলআউট