মাহমুদউল্লাহ’র হাতে ঘরোয়া ক্রিকেটের ডাবল শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০
মাহমুদউল্লাহ’র হাতে ঘরোয়া ক্রিকেটের ডাবল শিরোপা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শিরোপা জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জেমকন খুলনা। এ নিয়ে ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে ডাবল শিরোপা জয়ের কীর্তি গড়লেন রিয়াদ। অক্টোবরে বিসিবি প্রেসিডেন্ট’স ওয়ানডে কাপের শিরোপা জিতেছিল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন মাহমুদউল্লাহ একাদশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৫ রানে হারিয়েছে খুলনা। ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ব্যাট হাতে ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। ফলে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

শুরুটা ভালো না হওয়ায় চাপেই ছিল খুলনা। তবে মিডল-অর্ডারে নেমে দায়িত্ব নিয়ে ইনিংসের শেষ ওভার পর্যন্ত দলকে ৭ উইকেটে ১৫৫ রানের পুঁজি এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

চলতি বছরের অক্টোবরে তিন দল নিয়ে ওয়ানডে ফরম্যাটে বিসিবি প্রেসিডেন্ট’স কাপ আয়োজন করেছিল বিসিবি। ওয়ানডের পর এবার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি টুর্নামেন্টেও জিতলেন মাহমুদউল্লাহ। এতে নিজের নেতৃত্বে গুণ ফুটিয়ে তুললেন তিনি।

বিশ্বব্যাপী করোনা মহামারীর মধ্যে দেশে ক্রিকেটকে মাঠে ফেরাতে এ টুর্নামেন্টের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাহমুদউল্লাহ নেতৃত্বাধীন দল দু’বার ফাইনালে উঠেছিল। ২০১৩ সালে চট্টগ্রাম কিংস ও ২০১৫ সালে বরিশাল বুলস। তেব দু’বারই তার দল রানার্স-আপ হয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

প্রেসিডেন্ট’স কাপ চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ

প্রেসিডেন্ট’স কাপ চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ

সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ টুর্নামেন্ট সেরাও

সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ টুর্নামেন্ট সেরাও

টি-টোয়েন্টির যে রেকর্ডে সাকিবের আগে মাত্র দু’জন

টি-টোয়েন্টির যে রেকর্ডে সাকিবের আগে মাত্র দু’জন