বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল জেমকন খুলনা। ফাইনাল ম্যাচে নামার আগে দলের খেলোয়াড়দের প্রতি বার্তা দিয়েছেন খুলনার অধিনায়ক। বলেন, প্রতিপক্ষকে না ভেবে নিজেদের খেলার প্রতি নজর দিতে হবে।
প্রথম কোয়ালিফাইয়ারে এই চট্টগ্রামকেই ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে খুলনা। তবে লিগ পর্বে দু’বার চট্টগ্রামের হেরেছে খুলনা। ফাইনালে আসার পথে টুর্নামেন্টে মাত্র দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে চট্টগ্রাম। লিগে ৮ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট অর্জনই বলে দেয় টুর্নামেন্টে কতটা শক্তিশালী দল চট্টগ্রাম।
চট্টগ্রামের টপ-অর্ডারে রয়েছে লিটন দাস ও সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান। তারা নিজেদের দিনে যেকোন বোলিং অ্যাটাককে দুমড়ে-মুচড়ে দিতে পারে। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক লিটনও আছেন দারুণ ছন্দে। এছাড়া বোলিং বিভাগে মোস্তাফিজ ও শরিফুল ইসলাম নতুন ও পুরাতন বলে প্রতিপক্ষের জন্য হুমকি। টুর্নামেন্টে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারি ফিজ। আর শরিফুলের শিকারে রয়েছে ১৪টি উইকেট।
ফলে ব্যাটিং-বোলিংয়ে চট্টগ্রামের গভীরতায় প্রতিপক্ষ খুলনাকে সতর্ক থাকতে হচ্ছে। মাহমুদউল্লাহ বলেন, ‘সকলেই জানে, তারা (চট্টগ্রাম) খুবই শক্তিশালী দল। সৌম্য-লিটন দারুণ ব্যাটিং করছে। টুর্নামেন্টে লিটন সর্বোচ্চ রান সংগ্রাহক। মোস্তাফিজ-শরিফুল সমন্বয়ে তাদের বোলিং বিভাগ শক্তিশালী।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমি মনে করি, তাদের শক্তির দিকে আমাদের ফোকাস করা উচিত হবে না। আমাদের নিজেদের শক্তির উপর মনোনিবেশ করা উচিত। যদি আমরা আস্থা রাখতে পারি, আমি মনে করি এটি আমাদের জন্যই ভালো হবে।’
মাহমুদউল্লাহ বিশ্বাস করেন, তার দল ফাইনালের চাপ নিতে পারবে এবং চ্যাম্পিয়ন হবে। বলেন, ‘এটি ফাইনাল, তাই এখানে চাপ থাকবে। এটি খুবই উত্তেজনাপূর্ণ মূর্হুত হবে। ফাইনাল জয়ের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। আমি মনে করি, চাপকে নিয়ন্ত্রণ করে দল শিরোপা জিততে পারবে।’
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]