চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল খেলতে পারছেন না জেমকন খুলনার সাকিব আল হাসান। গুরুতর অসুস্থ শ্বশুরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন তিনি। ফলে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে জেমকন খুলনার হয়ে খেলা হচ্ছে না সাকিবের।
জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গতকাল (মঙ্গলবার) রাতে সাকিব টিম হোটেল ছেড়ে দিয়েছেন। তার শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জেমকন খুলনার কাছে পরিবারই সবার আগে। পরিবারের কাছে সাকিবের ফিরে যাওয়াটা প্রাধান্য দিচ্ছে। সে আজই (বুধবার) আমেরিকা যাচ্ছে।’
আইসিসির নিষেধাজ্ঞার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। তবে নিজের নামের সুবিচার করতে পারেননি তিনি। দীর্ঘদিন পর মাঠে ফিরে ব্যাটে-বলে ঠিক নিজেকে আগের যায়গায় দাঁড় করাতে পারেননি বিশ্ব সেরা এ অলরাউন্ডার। টুর্নামেন্টের ৯ ম্যাচ খেলে ১১০ রান ও ৬টি উইকেট নিয়েছেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফাইয়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে সাকিবের জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করেন জহিরুল ইসলাম। পরে বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে খুলনার ফাইনাল নিশ্চিত করেন দেশ সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]