বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণের দায়ে বেক্সিমকো ঢাকার দলপতি মুশফিকুর রহিমকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই ম্যাচে বরিশাল ফরচুন বরিশালের পেসার সুমন খানকেও জরিমানা করা হয়েছে।
মুশফিকুর রহিম সতীর্থের সাথে অশোভন আচারণ করলেও সুমন খান ম্যাচের আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করেছেন। সে কারণে তাকে জরিমানা বাবাদ ম্যাচ ফি’র ৫০ শতাংশ গুনতে হয়েছে। যেখানে মুশফিকের গুনতে হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বেক্সিমকো ঢাকার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে ১৬তম ওভারে আম্পায়ারের দুটি ওয়াইড কলে অসন্তোষ প্রকাশ করেন সুমন। যা বিসিবির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করার অপরাধের সামিল। এর ফলে ম্যাচ রেফারি রকিবুল হাসান এ শাস্তি দেন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]