এলিমিনেটরে বরিশালের বিপক্ষে আত্মবিশ্বাসী ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০
এলিমিনেটরে বরিশালের বিপক্ষে আত্মবিশ্বাসী ঢাকা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারলেও একই প্রতিপক্ষের বিরুদ্ধে এলিমিনেটরে জিতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে নাম লেখানোর বিষয়ে আত্মবিশ্বাসী বেক্সিমকো ঢাকা। সোমবার (১৪ ডিসেম্বর) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

এলিমিনেটরে পরাজিত হওয়া দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। একই দিনে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফাইয়ার। এলিমিনেটরে বিজয়ী দল প্রথম কোয়ালিফাইয়ারে পরাজিত দলের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে।

রোববার (১৩ ডিসেম্বর) ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ম্যাচটি যেহেতু আবারও বরিশালের বিপক্ষে তাই এটা আমাদের পরিকল্পনা সাজাতে সহজ হবে। তাদের বিপক্ষে শেষ ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস আগামী মাচে আমরা আদের ভুলগুলো শোধরাতে পারব।’

বরিশাল-ঢাকা উভয় দলকেই বেশ চড়াই-উৎড়াই পেরিয়ে প্লে-অফ নিশ্চিত করতে হয়েছে। প্রথম তিন ম্যাচে টানা পরাজয়ের কারণে প্লে-অফের দৌঁড় থেকেই প্রায় ছিটকে গিয়েছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা। তবে তারা সুন্দরভাবে ঘুড়ে দাঁড়িয়ে টানা চার ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে।

শেষ ম্যাচে বরিশালের কাছে মাত্র ২ রানে পরাজিত না হলে এমনকি ঢাকা শীর্ষ দুই-এ থেকে প্রথম কোয়ালিফাইয়ারে খেলতে পারতো। এ পরাজয় কেবলমাত্র টানা চার ম্যাচে জয়ের বৃত্ত থেকে ছিটকেই পড়েনি, প্রথম কোয়ালিফাইয়ারে খেলার আশাও শেষ করে দিয়েছে।

গ্রুপ পর্বে মোকালোয় দুই দল ১-১ থাকায় কেউই এলিমিনেটরে ফেবারিট হিসেবে নিজেদের এগিয়ে রাখতে পারছে না। একই ভাবে বরিশাল দলেও সমস্যা আছে। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে জয়ী হওয়ার আগে তাদের প্লে-অফ নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত তিন ম্যাচ জিতে প্লে-অফের দৌঁড় থেকে তারা মিনিস্টার গ্রুপ রাজশাহিকে ছিটকে ফেলেছে।

বরিশালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘শেষ ম্যাচ জয়ের পর আমরা এখন নিজেদের সম্ভাবনার বিষয়ে আত্মবিশ্বাসী।’

অসুস্থবোধ করায় নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ঢাকার বিপক্ষে ফিল্ডিংয়ে নামতে পারেননি। দলের নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে আমাদের নিজস্ব কিছু সমস্যা ছিল। তবে আমরা সেটা কাটিয়ে উঠেছি। শেষ ম্যাচে জয়ের পর আমরা আমরা নিজেদের সম্ভাবনা সম্পর্কে এখন আত্মবিশ্বাসী।’

এদিকে তামিম ইকবালের করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছে। যার ফলে ঢাকার বিপক্ষে খেলতে তার কোন বাধা নেই।

মিরাজ আরও বলেন, ‘এখন আমরা জানি সোমবারের ম্যাচটি জিতে পারলে ফাইনালে যাওয়ার একটা সুযোগ আমাদের রয়েছে। এটা চ্যালেঞ্জিং, তবে এ চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম প্রচেষ্টায় ফাইনালে দৃষ্টি চট্টগ্রাম-খুলনার

প্রথম প্রচেষ্টায় ফাইনালে দৃষ্টি চট্টগ্রাম-খুলনার

প্লে-অফে চার দল, কে কার প্রতিপক্ষ

প্লে-অফে চার দল, কে কার প্রতিপক্ষ

টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায়

টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায়

পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর

পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর