পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৩ এএম, ১৪ ডিসেম্বর ২০২০
পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন বাবর

নিউজিল্যান্ড সফরে বিপদ যেন পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলের। সিরিজ শুরুর আগেই অধিনায়ক বাবর আজমকে হারালো পাকিস্তান। ইনজুরির কারণে পুরো সিরিজেই খেলা হচ্ছে না তার।

সফরে কঠোর কোয়ারেন্টাইন কাটিয়ে সবে মাত্র অনুশীলন শুরু করেছে পাকিস্তান ক্রিকেট দল। এর মধ্যেই অধিনায়ক বাবর আজমকে পুরো টুর্নামেন্টের জন্য হারাতে হয়েছে। বুড়ো আঙুলে আঘাত পেয়ে পুরো সিরিজ থেকেই বাবর ছিটকে গেছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, পরবর্তী ১২ দিন বাবর কোনো ধরনের অনুশীলনে যোগ দিতে পারবেন না।

বিবৃতিতে পিসিবি জানায়, ‘বিশ্বের দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান বাবর আজম অনুশীলনে থ্রো ডাউনের সময় আঙুলের ইনজুরিতে পড়ে। আঘাতের পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে এক্সরেতে আঙুলের চিড় ধরা পড়ে। টেস্ট সিরিজ শুরুর আগে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবে।’

এর আগে ইমাম-উল হকও বল থ্রো ডাউন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। এবার একই তালিকায় নাম লেখালেন বাবর। করোনার কারণে এমনিতেই বেশ ভুগেছে পাকিস্তান দলটি। এর মাঝে সিরিজ শুরুর আগেই এখন একের পর এক হানা দিচ্ছে ইনজুরি।

অকল্যান্ডে ১৮ ডিসেম্বর (শুক্রবার) প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের মধ্যকার সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২২ ডিসেম্বর হ্যামিল্টন ও নেপিয়ারে। এরপর ওভালে ২৬ ডিসেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফর নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা

টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায়

টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায়

বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড

বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড

ইংল্যান্ডকে ‌‘শৈথিল্য’ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডকে ‌‘শৈথিল্য’ দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা