প্রথম প্রচেষ্টায় ফাইনালে দৃষ্টি চট্টগ্রাম-খুলনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম প্রচেষ্টায় ফাইনালে দৃষ্টি চট্টগ্রাম-খুলনার

গ্রুপ পর্বের পারফর্মেন্সে প্রথম প্রয়াসেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটের ফাইনালে খেলতে প্রত্যয়ী গাজী গ্রুপ চট্টগ্রাম। সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুরে প্রথম কোয়ালিফাইয়ারে জেমকন খুলনার মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ এ ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৫টায়।

গ্রুপ পর্বে নিজেদের আট ম্যাচের মধ্যে সাতটিতে জয়ী হয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান লাভ করে চট্টগ্রাম। একটি মাত্র ম্যাচে বেক্সিমকো ঢাকার কাছে পরাজিত হয়েছে তারা। অপরদিকে জেমকন খুলনা গ্রুপ পর্বে নিজেদের ৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট।

গ্রুপ পর্বে নিজেদের অপ্রতিদ্বন্দ্বি হিসেবে প্রতিষ্ঠিত করেছে চট্টগ্রাম। এছাড়া গ্রুপ পর্বের দুই লেগেই খুলনাকে হারিয়েছে চট্টগ্রাম। প্রথম ম্যাচে ৯ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হলেও ৩ উইকেটে পরাজিত হয়েছে খুলনা।

টুর্নামেন্টের গ্রুপ পর্বের পারফর্মেন্স বিবেচনায় একচেটিয়া আধিপত্য প্রথম কোয়ালিফাইয়ারে ফেভারিট তকমা চট্টগ্রামের। এ ম্যাচে জয় পাওয়া দলটি সরাসরি ফাইনাল খেলবে। আর হেরে যাওয়া দলের জন্য থাকবে আরেকটি সুযোগ। এলিমিনেটরের বিজয়ী দলের বিপক্ষে আরেকবার লড়াইয়ের সুযোগ পাবে তারা।

এদিকে চট্টগ্রাম ধারাবাহিক ফর্ম দেখালেও যেকোন মুহূর্তে জয় ছিনিয়ে নেওয়ার মতো সক্ষমতা রয়েছে খুলনার। একবার যদি পূর্ণ সামর্থ্য দিয়ে খেলতে পারলে যেকোন প্রতিপক্ষ দলকে ধরাশায়ী করার ক্ষমতা রয়েছে রূপসা পাড়ের এ ক্লাবটির।

রোববার (১৩ ডিসেম্বর) সেটিই মনে করিয়ে দিয়েছেন খুলনার টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। বলেন, ‘আমরা নিজেদের সম্ভাবনা নিয়ে আশাবাদী। এখানে আমরা দুই নম্বর দল হিসেবে পৌঁছালেও ফাইনালে খেলার দুটি সুযোগ আমাদের হাতে রয়েছে। তবে আমাদের লক্ষ্য প্রথম প্রচেস্টায় ফাইনাল নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম খুবই শক্তিশালী দল। এ আসরে তারা আমাদেরকে দু’বার হারিয়েছে। অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলছে। কিন্তু নিজেদের মধ্যে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে চট্টগ্রামের বিপক্ষে ওই দুই ম্যাচে নিজেদের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা আলোচনা করেছি, কিভাবে ওই ভুলগুলো শুধরানো যায়। ভুলগুলো যদি শুধরাতে পারি তাহলে শক্তি সঞ্চার করে আমরা ফিরতে পারব বলে আশা করছি।’

সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা ও কায়েসকে নিয়ে গঠিত তারকা সমৃদ্ধ অসাধারণ একটি দল গঠন করার পরও প্রত্যাশা পুরণ করতে পারেনি জেমকন খুলনা। গ্রুপ পর্বে চারটি পরাজয়ই প্রমাণ করে প্রত্যাশা অনুযায়ী অন্য দলগুলোর ওপর প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়েছে তারা।

ইমরুল কায়েস মনে করেন, টুর্নামেন্টে এখনো পর্যন্ত দলবদ্ধ পারফর্মেন্স প্রদর্শন করতে পারেনি তাদের দল। তবে নকআউট পর্বে সবাই জ্বলে উঠবেন। বলেন, ‘আমাদের প্রতি সবার উচ্চ ধারণা ছিল। এটি থাকাটাই ছিল স্বাভাবিক। কারণ, আমরা অসাধারণ একটি দল পেয়েছি। তবে এটিও ঠিক যে, আমরা নিজেদের আসল দক্ষতা এখনো দেখাতে পারিনি। আর এটি টি-টোয়েন্টি ক্রিকেট। এখন দুটি ম্যাচ মনোযোগ দিয়ে খেলতে পারলেই শিরোপা জয় করা সম্ভব। আশা করছি এ ম্যাচে আমরা সামর্থ্যের সেরাটা দেখাতে পারব।’

এদিকে গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে চট্টগ্রাম। দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘এখানে আত্মতুষ্টির কোন সুযোগ নেই। আমরা হয়তো গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে ছিলাম, কিন্তু কোয়ালিফাইয়িংয়ের খেলা সম্পূর্ণ আলাদা। আমরা খুলনাকে দুবার হারিয়ে দিলেও তারা খুবই মান সম্পন্ন একটি দল। তাই আরেকবার তাদের বিপক্ষে জয় পেতে সেরা ম্যাচটিই খেলতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লে-অফে চার দল, কে কার প্রতিপক্ষ

প্লে-অফে চার দল, কে কার প্রতিপক্ষ

ঢাকাকে ২ রানে হারিয়ে প্লে-অফে বরিশাল

ঢাকাকে ২ রানে হারিয়ে প্লে-অফে বরিশাল

টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায়

টুর্নামেন্ট থেকে রাজশাহীর বিদায়

পাল্টে গেল বঙ্গবন্ধু কাপের ম্যাচ শিডিউল

পাল্টে গেল বঙ্গবন্ধু কাপের ম্যাচ শিডিউল