১৪ বছর পর পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। বুধবার (৯ ডিসেম্বর) এক ঘোষণায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি একটি নিরাপত্তা প্রতিনিধি দলের পাকিস্তান সফরের পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এখন সবকিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারি করাচি পৌঁছাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এরপর কোয়ারেন্টাইন শেষে ২৬-৩০ জারুয়ারি নির্ধারিত প্রথম টেস্ট কেলতে মাঠে নামবে।
প্রথম টেস্ট শেষে রাওয়ালডিন্ডিতে ৪-৮ ফেব্রুয়ার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর লাহোরে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দু’দলের এ টেস্ট সিরিজটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অংশ।
সর্বশেষ ২০০৭ সালে পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর আর পাকিস্তান সফরে যায়নি তারা। এদিকে এ সফরের মধ্য দিয়ে ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বহনকারী বাসে জঙ্গী হামলার পর চতুর্থ আন্তর্জাতিক দল হিসেবে নাম লিখাবে প্রোটিয়ারা। লঙ্কান দল বহনকারী বাসে নগ্ন হামলার পর এক দশক পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে পড়েছিল।
নিজেদের এ আসন্ন সফর নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ বলেছেন, ‘ক্রিকেট পাগল ও খেলাটির জন্য গর্বিত পাকিস্তানে অনেক দেশই ফিরছে- দেখাটা অত্যন্ত আনন্দের।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]