টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল সফররত ভারত। সিরিজের শেষ ম্যাচে লক্ষ্য ছিল স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জা দেওয়া। তবে সেটি আর হয়নি, বরং হেরে যাওয়া ওই ম্যাচে জরিমানার কবলে পড়েছেন কোহলিরা।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় স্লো ওভার-রেটের কারণে পুরো দলের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বলা হয়, ম্যাচ রেফারি ডেভিড বুন ম্যাচ শেষে রিপোর্ট করেন। পরে ভারতের অধিনায়ক বিষয়টি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি।
সিরিজের শেষ ম্যাচটিকে ভারতকে ১২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম দুই ম্যাচে টানা হেরে সিরিজ খুইয়েছে তারা। তবে সফরের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিকরা।
সিডনিতে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করতে পারে ভারত।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]