টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত বল করছিলেন আবু জায়েদ রাহী। তবে শান্তদের গড়া রেকর্ড ভেঙে জয় তুলে দল টিকে থাকলেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন রাহী। উরুর পেশীতে টান লাগায় তাকে কমপক্ষে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে।
বুধবার (৯ ডিসেম্বর) ফরচুন বরিশালের ফিজিও জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, রাহীর বাম পায়ের কোয়াড্রিসিপস পেশী (উরুর সামনের অংশ) পরীক্ষা করা হয়েছে। দেখে মনে হচ্ছে, বর্তমান অবস্থায় তার ক্রিকেটে ফিরতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের বোলিং ইনিংসের ৯ম ওভারে এ ঘটনা ঘটে। এর আর তিনি খেলতে পারেননি।
প্রথম বেল শেষে দ্বিতীয় ডেলিভারির জন্য দৌঁড় শুরু করেছিন রাহী। পপিং ক্রিজের সামান্য আগে আসতেই হঠাৎ তার গতি স্লথ হয়ে যায়, এক পর্যায়ে থেমে যান এবং বাঁ হাঁটু চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন (২.১-০-১১-০)।
মুহূর্তেই বরিশাল দলের ফিজিও দৌঁড়ে মাঠে প্রবেশ করেন। সেখানেই কিছুক্ষণ তাকে সেবা শুশ্রুষাও করা হয়। পরে স্ট্রেচারে করে রাহীকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
এদিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাহীর দল ফরচুন বরিশাল খুব একটা ভালো অবস্থায় নেই। তামিম ইকবালের নেতৃত্বাধীয় দলটি নিজেদের ৬ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। এ অবস্থায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]