বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের পাঁচ ম্যাচে মাত্র একটি ম্যাচ তুলে টেবিলের তলানীতে রয়েছে ফরচুন বরিশাল। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে নিজেদের ষষ্ঠ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই তামিম ইকবালের নেতৃত্বাধীন এ দলটির।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) টুর্নামেন্টে ১৫তম এবং দিনের প্রথম ম্যাচে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের দলনেতা তামিম ইকবাল। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছে রাজশাহী।
টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়ে পয়েন্ট তালিকার তলানীতে রয়েছে বরিশাল। আরেকটি ম্যাচে পরাজিত হলে প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে পড়বে তারা। ফলে এ ম্যাচটি তাদের জন্য বাঁচা-মরার লড়াই।
অন্যদিকে রাজশাহীর জন্যও ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। বরিশালের কাছে পরাজিত হলে বিপদে পরবে ৬ ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে থাকা রাজশাহী।
রাজশাহীর বিপক্ষে এ ম্যাচটিকে নিজেদের ফাইনাল হিসেবে বিবেচনা করছেন বরিশালের পেসার আবু জায়েদ রাহি। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি একটা পরাজয়ে টুর্নামেন্ট থেকে আমাদের ছিটকে পড়তে হতে পারে। সুতরাং ম্যাচটিকে আমরা আমাদের ফাইনাল হিসেবে বিবেচনা করছি।
ম্যাচটি সম্পর্কে রাজশাহীর অধিনায়ক শান্ত বলেছেন, আমাদের অনেক সমস্যা আছে। এসব সমস্যা সমাধান করতে না পারলে টুর্নামেন্টে ফিরে আসাটা আমাদের জন্য কঠিন হবে। তবে খেলোযাড়রা ঘুড়ে দাঁড়াতে মুখিয়ে আছেন। তারা জানেন, টুর্নামেন্টে টিতে থাকতে হলে পরাজয়ের বৃত্ত থেকে তাদের বেড়িয়ে আসতে হবে।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সুমন খান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), এবাদত হোসেন, ফরহাদ রেজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]