হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচার করাতে দুবাইর উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্ত্রীকে সঙ্গে নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে এর আগে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে মমিনুল হকের ভিসা নিয়ে কিছুটা ‘জটিলতা’ তৈরি হয়েছিল। তবে সেটির সমাধান হওয়ায় মঙ্গলবার তিনি দুবাই গেলেন।
দুবাই যাওয়ার বিষয়ে মমিনুল সোমবার জানিয়েছেন, ‘কালকেই (মঙ্গলবার) আমি দুবাই পৌঁছে যাব বলে আশা করছি। পরের দিন (বুধবার) ডাক্তারের সঙ্গে কথা বলব। ডাক্তার যদি দ্রুত অস্ত্রোপাচার করতে চান, তাহলে আমি তাই করব।’
এদিকে চিকিৎসা নেওয়ার বিষয়ে মমিনুল হক দুবাই যাচ্ছেন -এটা নিশ্চিত থাকলেও মঙ্গলবার সকালে বিমানবন্দরে দেখা যায় সঙ্গে তার স্ত্রীও যাচ্ছেন। বিমান বন্দরে গাড়ি থেকে নেমে কোন কথা বলে ভেতরে চলে যান তারা দু’জন।
বিমানবন্দরে আগে থেকে উপস্থিত থাকা জাতীয় দলের ক্রিকেটারদের দেশের বাইরে আসা-যাওয়ার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট দেওয়া কর্মকর্তা ওয়াসিম খান জানান, আজ (মঙ্গলবার) দুবাই পৌঁছে আগামীকালই (বুধবার) আঙুলে অস্ত্রোপচার করা হবে। ১১ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত মমিনুলের দুবাইতে থাকার কথা রয়েছে। তবে পুরো বিষয়টা নির্ভর করছে ডাক্তারের উপর।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]