টিকে থাকার লড়াইয়ে বরিশাল-রাজশাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০
টিকে থাকার লড়াইয়ে বরিশাল-রাজশাহী

চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শেষের চার-পাঁচ নম্বরে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং ফরচুন বরিশাল। টুর্নামেন্টে দুই দলেরই টিকে থাকতে জয়ের কোন বিকল্প নেই। এমন পরিস্থিতিতে আবারও মুখোমুখি হচ্ছে তামিমের বরিশাল এবং শান্তর রাজশাহী।

টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয়ী হয়ে পয়েন্ট তালিকার তলানীতে রয়েছে বরিশাল। আরেকটি ম্যাচে পরাজিত হলে প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে পড়বে তারা। অন্যদিকে বরিশালের কাছে পরাজিত হলে বিপদে পড়তে পারে ৬ ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে থাকা রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

টুর্নামেন্টে টিকে থাকার পথ খোলা রাখতে এ ম্যাচের জয়ের কোন বিকল্প নেই, বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে বরিশাল। রাজশাহীর বিপক্ষে এ ম্যাচটিকে নিজেদের ফাইনাল হিসেবে বিবেচনা করছেন বরিশালের পেসার আবু জায়েদ রাহি।

তিনি বলেন, ‘ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি একটা পরাজয়ে টুর্নামেন্ট থেকে আমাদের ছিটকে পড়তে হতে পারে। সুতরাং ম্যাচটিকে আমরা আমাদের ফাইনাল হিসেবে বিবেচনা করছি।’

রাজশাহীর বিপক্ষে ম্যাচটি জিততে তিন বিভাগেই ভালো করার উপর গুরুত্ব দেন রাহি। বলেন, টুর্নামেন্টে একটা ম্যাচ জেতার জন্য আমরা বড় কোন সংগ্রহ দাঁড় করাতে পারিনি। বোলিং বিভাগেও আমরা ভালো করতে পারিনি। কোন দলকে স্বল্প রানে অলআউট করতে কিংবা আটকে রাখতে পারিনি। আমি মনে করি দলগতভাবেই আমাদের ভালো করতে হবে। জিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে।

দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হওয়া এ ম্যাচটিতে হারলে বরিশালের ন্যায় রাজশাহীও বিপদে পড়তে পারে। রাজশাহীর অধিনায়ক শান্ত মনে করেন, দলের ভেতরে অনেক সমস্যা রয়েছে। সেগুলো সমাধান করতে না পারলে জয়ে ফিরে আসা কঠিন হবে। বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে। এসব সমস্যা সমাধান করতে না পারলে টুর্নামেন্টে ফিরে আসাটা আমাদের জন্য কঠিন হবে।’

তবে দল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকায় খেলোয়াড়রা ঘুড়ে দাঁড়াবে বলে আত্মবিশ্বাসী শান্ত। বলেন, ‘খেলোযাড়রা ঘুড়ে দাঁড়াতে মুখিয়ে আছেন। কেননা তারা জানে টুর্নামেন্টে টিতে থাকতে হলে পরাজয়ের বৃত্ত থেকে তাদের বেড়িয়ে আসতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিমের ব্যাটে বরিশালের জয়, হারের স্বাদ পেল রাজশাহী

তামিমের ব্যাটে বরিশালের জয়, হারের স্বাদ পেল রাজশাহী

প্রস্তুতি শেষে মাঠে নামার অপেক্ষায় মাশরাফি

প্রস্তুতি শেষে মাঠে নামার অপেক্ষায় মাশরাফি

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত নন তামিম

স্ট্রাইক রেট নিয়ে চিন্তিত নন তামিম