প্রস্তুতি শেষে মাঠে নামার অপেক্ষায় মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ ডিসেম্বর ২০২০
প্রস্তুতি শেষে মাঠে নামার অপেক্ষায় মাশরাফি

ছবি : বিসিবি

দীর্ঘ দিন পর ক্রিকেটে ফিরছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন তিনি। জৈব-সুরক্ষা পরিবেশে টিম হোটেলে ওঠার আগে সোমবার নিজের বোলিংটা আরেকবার ঝালিয়ে নিয়েছেন। এবার মঙ্গলবারই (৮ ডিসেম্বর) হয়তো তাকে দেখা যেতে পারে মাঠের লড়াইয়ে।

লটারির মাধ্যমে দলে ভেড়ানো জেমকন খুলনার হয়ে অনুশীলন করা হয়নি মাশরাফির। তবে সোমবার দুপুরের দিকে একাই মিরপুরের একাডেমি মাঠে নিজের বোলিং অনুশীলন সেরেছেন তিনি। টানা ছয় ওভার বোলিং শেষে ছোট রানিং সেশনও করেছেন মাশরাফি।

এদিকে ফিটনেস পরীক্ষা পাস করার পর সোমবার করোনা পরীক্ষাতেও নেগেটিভ রেজাল্ট এসেছে মাশরাফির। যার ফলে আজ রাতেই জৈব-সুরক্ষা পরিবেশে হোটেলে থাকা দলের সাথে মাশরাফির যোগ দেওয়া কথা রয়েছে।

ফিটনেস পরীক্ষায় পাস করার পর রোববার (৬ ডিসেম্বর) বিসিবিতে অনুষ্ঠিত লটারিতে মাশরাফিকে জিতে নেয় জেমকন খুলনা। খুলনা ছাড়াও তাকে দলে নিতে ঢাকা, বরিশাল ও রাজশাহী আগ্রহ দেখিয়েছিল। একাধিক দল হওয়ায় লটারির সিদ্ধান্ত নেয় বিসিবি।
sportsmail24
টাইগারদের সাবেক অধিনায়কের ফিটনেস পরীক্ষা প্রসঙ্গে বিসিবি ট্রেইনার তুষার কান্তি হাওলাদার বলেন, ‘রোববার সকালে মাশরাফি ফিটনেস পরীক্ষা দিয়েছেন। সেখানে তিনি উত্তীর্ন হয়েছেন। এখন এ টুর্নামেন্টে খেলতে তার জন্য আর কোন বাঁধা নেই।’

টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নিজের ফিটনেস ফিরে পেতে ১০ কেজিরও বেশি ওজন কমিয়েছেন মাশরাফি। গত মার্চে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছেন তিনি।

হাওলাদার আরও বলেন, ‘তিনি (মাশরাফি) দারুণ আবয়বে রয়েছেন। ম্যাচ ফিটনেস অবশ্য কিছুটা আলাদা। আমার মনে হয় সেখানে তার কোন সমস্যা হবে না।’

ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্লেয়ার্স ড্রাফটে মাশরাফির নাম রাখা হয়নি। তবে বাংলাদেশের সবচেয়ে সফল এ দলনেতার খেলার পথ উন্মুক্ত রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা জানায় ইচ্ছা করলে ড্রাফটের বাইরে থেকেও খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিজেদের সপ্তম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে জেমকন খুলনা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টার। ওই ম্যাচে মাশরাফিকে হয়তো দেখা যেতে পারে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে দলে ভেড়ানোর দিনে খুলনার হ্যাটট্রিক জয়

মাশরাফিকে দলে ভেড়ানোর দিনে খুলনার হ্যাটট্রিক জয়

সাকিব-রিয়াদের সাথে খুলনায় খেলবেন মাশরাফি

সাকিব-রিয়াদের সাথে খুলনায় খেলবেন মাশরাফি

‘শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব’

‘শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব’

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ

শফিউলের পরিবর্তে জেমকন খুলনায় খালেদ