করোনার থাবায় দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ স্থগিতের পর দ্বিতীয় ওয়ানডেও স্থগিত হলো। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথ সম্মতিতে এ সিদ্ধান্ত নিয়েছে।
ইংল্যান্ড দলের দুই সদস্যের কোভিড-১৯ রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে তারা। ধারণা করা হচ্ছে, তারা দু’জনই কোভিড-১৯ পজিটিভ। তাদের দু’জনকে হোটেলে আলাদা রুমে রাখা হয়েছে। এ অবস্থায় প্রথম ওয়ানডে বাতিল করার পর এবার দ্বিতীয় ম্যাচ স্থগিত করা হলো।
এর আগে শুক্রবার (৪ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ও স্টাফসহ দু’জনের করোনা পজিটিভ হওয়ায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ স্থগিত করা হয়। যা রোববার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে পরিত্যাক্ত ঘোষণা করা হয়।
এদিকে ইংল্যান্ড দলের দু’জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার শঙ্কায় দ্বিতীয় ম্যাচ স্থগিত করা হলেও সিরিজটি আয়োজনে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ ডিসেম্বর) ম্যাচ দুটি আয়োজন করতে চাচ্ছে তারা। যদিও পুরো সিরিজটি এখন শঙ্কার মধ্যে রয়েছে।
স্থগিত হওয়া ম্যাচের নতুন তারিখ নির্ধারণ করা ছাড়াও বাকি ওয়ানডের ভাগ্য নিয়ে আলোচনায় বসবে দুই দেশের বোর্ড কর্তারা। এছাড়া সিরিজ শেষে বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]