বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের লিগ পর্বের প্রথম দেখায় তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছিল সাকিব-মাহমুদউল্লাহর জেমকন খুলনা। ওই জয়ে আত্মবিশ্বাসী খুলনার সাথে আবারও মুখোমুখি হয়েছে বরিশাল।
শুক্রবার (৪ ডিসেম্বর) দিনের প্রথম এবং টুর্নামেন্টের ১১তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফলে টস হেরে প্রথমে ব্যাট করছেন সাকিব আল হাসানরা।
কাতারে রাতে স্বাগতিকদের সাথে বাংলাদেশ ফুটবল দলের খেলা থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আজকের (শুক্রবার) ম্যাচ দুটি এগিয়ে আনা হয়েছে। দিনের প্রথম ম্যাচ শুরু হয়েছে দুপুর ১২টায় এবং দ্বিতীয় ম্যাচটি মাছে গড়াবে বিকেল সাড়ে ৪টায়।
টুর্নামেন্টের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে বরিশালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সাকিব-মাহমুদউল্লাহর খুলনা। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান করেছিল তামিমের বরিশাল। জবাবে ১ বল বাকি রেখে ৬ উইকেটে ১৫৫ রান তুলে জয়ের স্বাদ নেয় মাহমুদউল্লাহর খুলনা।
জয় দিয়ে আসর শুরু করলেও পরের ম্যাচে মিনিস্টার রাজশাহীর কাছে হেরে যায় খুলনা। রাজশাহীর বোলারদের নৈপুণ্যে ৬ উইকেটে মাত্র ১৪৬ রান করতে পারে তারা। খুলনার রানকে টপকে ৬ উইকেটে ম্যাচ জিতে রাজশাহী। প্রথম পর্বে বরিশালকে হারানোয় আত্মবিশ্বাসী খুলনা।
তবে প্রথম ম্যাচের জয়ের পর গাজী গ্রুপ চট্টগ্রামের কাছেও ৯ উইকেটে হেরে যায় খুলনা। টানা দুই হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের দেখা পায় খুলনা। বেক্সিমকো ঢাকাকে ৩৭ রানে হারায় তারা। ফলে ৪ খেলায় ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট খুলনার।
অন্যদিকে খুলনার কাছে হার দিয়ে আসর শুরু করা তামিমের বরিশাল দ্বিতীয় ম্যাচে ঘুঁড়ে দাঁড়ায়। অধিনায়কের তামিম হাত ধরে মিনিস্টার রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নেয়। তবে পরের দু’ম্যাচ হেরে আবারও হতাশায় ডুব দেয় তামিমের বরিশাল।
জেমকন খুলনার একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, জহিরুল ইসলাম, ইমরুল কায়েস, আরিফুল হক, শামিম হোসাইন, জাকির হাসান, শুভাগত হোম, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ ও আল আমিন হোসন।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ ও মাহিদুল ইসলাম অঙ্কন।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]