‘শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ০৪ ডিসেম্বর ২০২০
‘শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব’

নিজের খেলার মান অনুযায়ী এখনো প্রত্যাশা পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চার ম্যাচে ৪১ রানের পাশাপাশি বল হাতে মাত্র ২টি উইকেট শিকার করছেন সাকিব। যা বিশ্ব সেরা অলরাউন্ডারের সক্ষমতার সঙ্গে একদমই বেমানান। তবে বল হাতে মাত্র ২টি উইকেট নিলেও ইকোনোমি রেট ঠিক রেখেছেন তিনি।

ভারতীয় জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব। যা চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপই সাকিবের প্রথম টুর্নামেন্ট। দীর্ঘ বিরতির পর ছন্দে ফিরতে কিছুটা বিলম্ব হবে বলেই ধরে নিচ্ছেন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা।

সাকিবের বিষয়ে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘একটা লম্বা সময় পর সাকিব ক্রিকেটে ফিরেছে। তবে সে বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে এখনো সত্যিকারের সাকিবকে দেখা যায়নি, তবে এ পর্যন্ত ভালো বোলিং করেছে।’
sportsmail24
ব্যাখ্যা দিয়ে সুজন বলেন, ‘অনেক বেশি প্রত্যাশা ছিল সে অনেক রান করবে, যা এখনো পারেনি। সত্যি বলতে গেলে সে সবসময়ের পারফরমার। ব্যাটিংয়ের বেলায় হাত ও চোখের সমন্বয়ের একটা বিষয় থাকে, যা সে এখনো ঠিক করতে পারেনি। একটা লম্বা বিরতির পর এমনটা হয়েই থাকে। সুতরাং এ সমন্বয়টা হয়ে গেলে সে শক্তভাবেই ফিরবে বলে আমি বিশ্বাস করি।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জেমকন খুলনার হয়ে খেলছেন সাকিব আল হাসান। দলটি সহকারী কোচ আফতাব আহমেদেরও বিশ্বাস, খুব শিগগিরই শক্তভাবে ঘুড়ে দাঁড়াবে সাকিব।

আফতাব বলেন, ‘যেহেতু সে দীর্ঘ একটা বিরতির পর ক্রিকেটে ফিরেছে তাই সব কিছু ঠিকভাবে করাটা বেশ কঠিন। সবাই জানে সে বিশ্বসেরা অলরাউন্ডার। সে যেকোন সময় ফিরতে পারে।’

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে সে নিজের সেরা অবস্থায় ফিরছে। আশা করছি, আগামী ম্যাচগুলোতেই আমরা ভিন্ন এক সাকিবকে দেখবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :