চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইনজুরিতে পড়া শফিউল ইসলামের বদলি হিসবে পেসার খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে জেমকন খুলনা। পিঠের সমস্যায় ভুগতে থাকা শফিউল টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
টুর্নামেন্টে খুলনার হয়ে দুই ম্যাচে দুটি উইকেট শিকার করেছেন শফিউল। প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে দুই উইকেট নিয়েছিলেন তিনি। তবে ইনজুরিতে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি।
এদিকে বদলি হিসেবে ডাক পাওয়া খালেদ কোভিড-১৯ পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে। ছাড়পত্র পাওয়া মাত্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে খুলনা দলের ম্যানেজার নাফিস ইকবাল সংবাদ মাধ্যমে জানান, শফিউলের পিঠের নিচের অংশে চোট রয়েছে। এরপর প্র্যাকটিসের ফেরার পর নিশ্চিত হওয়া গেছে যে, টুর্নামেন্টে ওর আর খেলা সম্ভব নয়। ফলে আমরা তার পরিবর্তে খালেদকে নিয়েছি।
চলমান টুর্নামেন্টে শফিউল ছাড়াও আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে গাজী গ্রুপ চট্টগ্রামের মুমিনুল হক। তবে তার পরিবর্তে এখনো কাইকে নেওয়া হয়নি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]